মিসর

ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি সিসির

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করে তৈরি করা নতুন একটি আইনে অনুমোদন দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। নতুন এ আইনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও অথর্নীতির জন্য হুমকি মনে হলে সরকার যেকোনো ওয়েবসাইট বøক করে দিতে পারবে। এ ধরনের সাইট চালানো বা সাইটে প্রবেশের অপরাধে হতে পারে কারাদÐ ও জরিমানা। কতৃর্পক্ষের দাবি, অস্থিতিশীলতা ও সন্ত্রাস প্রতিরোধে এ আইন করা হয়েছে। তবে মানবাধিকার কমীর্রা বলছেন, সরকার সব ধরনের ভিন্নমত দমন করতে চায়। কায়রোভিত্তিক ‘অ্যাসোসিয়েশন অব ফ্রিডম অব থট অ্যান্ড এক্সপ্রেশন’ বলছে আইন করার আগেই পঁাচ শতাধিক ওয়েবসাইট বøক করে দেয়া হয়েছে। সংবাদসূত্র : এএফপি