যুক্তরাষ্ট্রে হামলা

পেন্টাগনের প্রতিবেদন ‘অনুমানপ্রসূত : চীন

প্রকাশ | ২০ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রশিক্ষণ নিচ্ছে, পেন্টাগনের এমন প্রতিবেদনকে ‘নিতান্তই অনুমানপ্রসূত’ বলে উল্লেখ করেছে চীন। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পেন্টাগনের প্রতিবেদনটি চীনের কৌশলগত পরিকল্পনাকে ভুলভাবে উপস্থাপন এবং ‘তথাকথিত চীনা সামরিক হুমকিকে’ অতিরঞ্জিত করেছে। এতে বলা হয়, চীনের সামরিক বাহিনী এর প্রতি দৃঢ়ভাবে বিরোধিতা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর সতকর্বাণী দিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ‘চীনা সামরিক বাহিনীর সংস্কার, অস্ত্রশস্ত্রের উন্নয়ন এবং ইন্টারনেট স্পেসে প্রতিরক্ষা সক্ষমতাগুলো ন্যায্য এবং যুক্তিসঙ্গত। মাকির্ন প্রতিবেদনে থাকা সমালোচনাগুলো নিতান্তই অনুমানপ্রসূত।’ গত বৃহস্পতিবার মাকির্ন কংগ্রেসকে দেয়া পেন্টাগনের বাষির্ক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে সম্ভবত হামলার প্রশিক্ষণ নিচ্ছে চীনা সামরিক বাহিনী। প্রতিবেদনটিতে চীনের সামরিক সামথর্্য ও সক্ষমতা বৃদ্ধির কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়। এতে দাবি করা হয়, চীন বোমারু বিমানগুলোকে আরও দূরে পাঠানোর সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। এমন এক সময় পেন্টাগন ওই প্রতিবেদনটি প্রকাশ করেছে, যখন পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। সংবাদসূত্র : রয়টাসর্