জাতির উদ্দেশে ভাষণ

শান্তি প্রতিষ্ঠা করতে চান ইমরান

জ্জ ইসলামী কল্যাণমূলক ব্যবস্থায় একটি ‘নতুন পাকিস্তান’ গড়ে তুলবেন জ্জ প্রধানমন্ত্রীর বাসভবনের বদলে তিন কক্ষবিশিষ্ট একটি ছোট বাসায় থাকবেন জ্জ দুটি বুলেটপ্রæফ গাড়ি রেখে বাকিগুলো নিলাম করে অথর্ সরকারি কোষাগারে দেবেন

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে চান উল্লেখ করে নবনিবাির্চত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী সব দেশের সঙ্গে আলোচনা এবং সম্পকর্ স্বাভাবিক করতে চান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরের দিন রোববার জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে একথা বলেন তেহরিক-ই-ইনসাফ দলের (পিটিআই) প্রধান ইমরান খান। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান গত মাসের নিবার্চনে বিজয়ী হওয়ার পর ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সংবাদসূত্র : জিও টিভি, রয়টাসর্, ডন রোববার রাতে দেয়া ভাষণে ভারত বা অন্য কোনো দেশের নাম উল্লেখ না করে ইমরান বলেন, ‘প্রতিবেশী সবার সঙ্গে আমার কথা হয়েছে, আমি সম্পকের্র উন্নতি চাই। তা না হলে পাকিস্তানে শান্তি আসবে না।’ ভাষণ দেয়ার সময় ইমরানের পেছনে ছিল তার ‘নায়ক’ পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা রাজনীতিক মোহাম্মদ আলি জিন্নাহর ছবি। এক ঘণ্টারও বেশি সময় ধরে দেয়া ভাষণে তিনি পাকিস্তানের প্রশাসন, রাজনীতি, অথর্নীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, জলবায়ু ও পরিবেশ, দুনীির্ত, শিশু নিযার্তন, আইন-শৃঙ্খলা, প্রতিবেশীর সঙ্গে সম্পকর্সহ নানা বিষয় তুলে ধরেন। দেশটিতে ঋণের মাত্রা ও দরিদ্রতা কমিয়ে ইসলামী কল্যাণমূলক ব্যবস্থায় একটি ‘নতুন পাকিস্তান’ গড়ে তোলারও প্রতিশ্রæতি দেন তিনি। দেশটির বতর্মান আথির্ক সংকটের কথা উল্লেখ করে ৬৫ বছর বয়সী ইমরান বলেন, ২৮ লাখ কোটি রুপি দেনার বোঝার জন্য আগের সরকার দায়ী। দেশটিতে অথের্র অপচয় বন্ধ করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমি সাধারণ জীবনযাপন করব এবং আপনাদের অথর্ বঁাচাব।’ অভিজাত পাকিস্তানিদের বিলাসী জীবনযাপনের সমালোচনা করে প্রাসাদোপম প্রধানমন্ত্রীর বাসভবনের বদলে তিন কক্ষবিশিষ্ট একটি ছোট বাসায় থাকবেন বলেও ঘোষণা দেন তিনি। পাক প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ জন পরিচারক, ৮০টি গাড়ি, এর মধ্যে ৩৩টি বুলেটপ্রæফ গাড়ি। এসব প্রসঙ্গ তুলে ইমরান বলেন, ‘আমি দুজন সাহায্যকারী রাখব, আর দুটি বুলেটপ্রæফ গাড়ি থাকবে। বাকি গাড়িগুলো নিলাম করে প্রাপ্ত অথর্ সরকারি কোষাগারে দিয়ে দেব।’ ইমরান খান ধনীদের কর দেয়ার আহŸান জানিয়ে বলেন, ঋণের চাপ কমাতে দ্রæতই দেশজুড়ে কৃচ্ছ্র অভিযান শুরু করবেন তিনি। প্রধানমন্ত্রী কাযার্লয়ের বুলেটপ্রæফ গাড়িবহরের বেশিরভাগ গাড়ি বিক্রি করে দিয়ে নিজেই এ কৃচ্ছ্র অভিযান শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। সংকট নিরসনে নীতিগত পরিকল্পনা কী হবে, সে বিষয়ে কোনো আলোকপাত না করলেও কৃচ্ছ্র অভিযান পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভনর্র ইশরাত হুসেইনের নেতৃত্বে একটি টাস্কফোসর্ গঠন করার কথা বলেছেন তিনি। প্রায় ২০ কোটি ৮০ লাখ জনসংখ্যার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশটির নতুন এই প্রধানমন্ত্রী বলেন, ‘ঋণ নিয়ে জীবনযাপন ও অন্য দেশের কাছ থেকে সহায়তা নিয়ে চলার বাজে অভ্যাস করেছি আমরা। কিন্তু কোনো দেশ এভাবে উন্নতি করতে পারে না। আমাদের অবশ্যই নিজের পায়ে দঁাড়াতে হবে।’ প্রবাসী পাকিস্তানিদের নিজ দেশে বিনিয়োগ ও ধনীদের নিয়ম মেনে কর দেয়ারও আহŸান জানান ইমরান। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘কর দেয়া আপনাদের দায়িত্ব। মনে করুন এটি জিহাদ, আপনার দেয়া কর দেশের উন্নতিতে ব্যয় হবে।’ নবজাতক ও মাতৃমৃত্যুর হার কমানোর প্রতিশ্রæতিও দিয়েছেন পিটিআই-প্রধান। পাশাপাশি স্কুলের বাইরে থাকা সোয়া দুই কোটির বেশি শিশুকে সাহায্য করার বিষয়েও কথা বলেন তিনি। সৌদি আরবের মদিনায় হজরত মোহাম্মদ (সা.) যে আদশর্ রাষ্ট্রের কথা বলেছিলেন, পাকিস্তানকে সেই আদলে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহ যাদের পযার্প্ত দেননি, আমি তাদের পেছনে ব্যয় করতে চাই।’ দুনীির্তবিরোধী প্রচারণা দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে তরুণ ভোটার ও পাকিস্তানে ক্রমাগতভাবে বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণির মন জিতে ইমরান ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছেন বলে ধারণা পযের্বক্ষকদের। এভাবেই তেহরিক-ই-ইনসাফ দলের (পিটিআই) এই শীষর্ নেতা দেশটির শীষর্ নেতায় পরিণত হয়েছেন বলে ধারণা তাদের। তবে বিরোধী রাজনীতিকরা ইমরানের জয়ের পেছনে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর হাত আছে বলে অভিযোগ করেছেন।