সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধের অধিকার চান ট্রাম্প যাযাদি ডেস্ক ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সিনেটরদের উদ্দেশে এক টুইটার বার্তায় এই আহ্বান জানান তিনি। ২০২০ সালের জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ করার অধিকার কেড়ে নিতে প্রস্তাব পাস করে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। প্রস্তাবটির ওপর শিগগিরই সিনেটে ভোটাভুটি হবে। এখন পর্যন্ত ৮ রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার জন্য ডেমোক্রেটদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই ৮ জন ৪৭ ডেমোক্রেট সিনেটরের সঙ্গে মিলিত হলে প্রস্তাবটি পাস হয়ে যাবে। বুধবার ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার থাকা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দেশটির ব্যাপারে এখন পর্যন্ত আমরা সঠিক পথে এগিয়ে চলছি।' উলেস্নখ্য, প্রতিনিধি পরিষদ থেকে প্রস্তাবটি সিনেটে পাঠানোর পর এটির ওপর ভোটাভুটি হবে কিনা সম্প্রতি সে সংক্রান্ত এক ভোটাভুটি হয়। এতে পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৫ ভোট পড়েছিল। এজন্য চূড়ান্ত ভোটাভুটিতে এটির পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সংবাদসূত্র : পলিটিকো গাড়ির সমান আকৃতির কচ্ছপের জীবাশ্ম যাযাদি ডেস্ক দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরাঞ্চলে মোটরগাড়ির সমান আকৃতির বিশাল কচ্ছপের জীবাশ্ম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। 'স্টুপেনডেমিস জিওগ্রাফিকস' নামের এ কচ্ছপগুলো ৭০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ বছর আগে ওই অঞ্চলে বিচরণ করত বলে অনুমান করা হচ্ছে। কলম্বিয়ার তাতাকো মরুভূমি ও ভেনেজুয়েলার উরুমাকো অঞ্চলে এ জীবাশ্মগুলো পাওয়া গেছে। স্টুপেনডেমিসের প্রথম জীবাশ্ম পাওয়া যায় ১৯৭০ এর দিকে; চার মিটার দীর্ঘ এ সরীসৃপটিকে ঘিরে তখন থেকেই ছিল নানা রহস্য। কচ্ছপগুলোর আকৃতি ও ওজন একেকটি স্যালুন গাড়ির সমান; আমাজান ও ওরিনোকো নদীর উৎপত্তির আগে এগুলোর আবাসস্থল ছিল দক্ষিণ আমেরিকার উত্তরাংশের বিস্তৃত জলাভূমিতে। সংবাদসূত্র : বিবিসি