দাবি পম্পেওর

তালেবানের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
আফগানিস্তানে দেড় যুগের যুদ্ধের সমাপ্তিতে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারও এর আগে আফগান তালেবানদের সঙ্গে একটি প্রস্তাব নিয়ে দরকষাকষি চলছে বলে জানিয়েছিলেন। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার 'মৃতু্য ঘটেছে' বলে মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার পম্পেও বলেন, প্রেসিডেন্ট এখন সশস্ত্র ওই গোষ্ঠীটির সঙ্গে ফের আলোচনা চালিয়ে যেতে 'সবুজ সংকেত' দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'দরকষাকষিতে জটিলতা ছিল, তবুও আলোচনা চলছে। যদিও শান্তিচুক্তি এখনো অর্জিত হয়নি। তবে আশা করছি, কেবল একটি কাগজ নয়, সহিংসতা উলেস্নখযোগ্য পরিমাণ কমবে, এমন পর্যায়ে পৌঁছাতে পারব আমরা। যদি আমরা ওই পর্যায়ে যেতে পারি এবং কিছু সময় এ অগ্রগতি ধরে রাখতে পারি, তাহলে আফগানিস্তানের সব পক্ষের সঙ্গে আমরা সত্যিকারের শান্তি আলোচনা নিয়ে এক টেবিলে বসতে পারব।' এর আগে আলোচনার লক্ষ্যে সাত দিনের জন্য যুদ্ধবিরতিতে আফগানিস্তানের সশস্ত্রগোষ্ঠী তালেবান সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। তিনি বলেন, 'রাজনৈতিক উপায়ই আফগান সংকট সমাধানের একমাত্র পথ। তবে কবে থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।' এছাড়া যুক্তরাষ্ট্র ও তালেবানের আলোচনার অগ্রগতি ইতিবাচক উলেস্নখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, শিগগিরই আরও ভালো খবর আসবে। আফগান সংকট সমাধানে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তালেবান দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার চায়। শর্তসাপেক্ষে ওয়াশিংটন এ প্রস্তাবে রাজি হলেও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। উলেস্নখ্য, নাইন-ইলেভেন হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাত করতে শুরু করা 'যুদ্ধে' প্রায় দুই লাখ কোটি মার্কিন ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। ১৮ বছর ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি টানতে ২০১৮ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।