মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ মমতা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মেট্রোরেলের দ্বিতীয় আরেকটি লাইনের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার। কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গয়াল কলকাতা এসে সেই রেল উদ্বোধন করেন। কিন্তু ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি রাজ্যটির মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে শুক্রবার বিধানসভায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ মেট্রোর উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া নিয়ে মমতা বলেন, 'যে প্রকল্পের জন্য চোখের জল পর্যন্ত ফেলতে হলো, তার উদ্বোধনের সময় আমাকে একবার ডাকাও হলো না।' ১৯৮৪ সালে কলকাতায় প্রথম মেট্রোরেল প্রকল্প চালু হয় দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত। 'ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল' নামে এটি ছিল কলকাতায় মেট্রোরেলের দ্বিতীয় প্রকল্প। কিন্তু শুধু মুখ্যমন্ত্রী মমতা নয়, ওই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং কলকাতার মেয়র। তবে স্থানীয় এমপি, বিধায়ক ও মেয়ররা উপস্থিত ছিলেন। মমতার আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিজেপি নেতারা বলছেন, এটি ইতিহাসের পুনরাবৃত্তি। তবে বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকেই অসৌজন্যের অভিযোগ তুলছিলেন তৃণমূল নেতারা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের কলকাতায় এনে মেট্রোরেল উদ্বোধন রাজ্যের 'আত্মসম্মানে আঘাত' বলছেন অনেকে। সল্টলেক থেকে স্টেডিয়াম পর্যন্ত নতুন আরও ছয়টি স্টেশনে মেট্রো চলাচল শুরু হওয়ার ২৪ ঘণ্টা পরে মমতা বললেন, 'বাংলায় প্রচুর রেলের প্রকল্প এনে দিয়েছি। এই প্রকল্পগুলোর জন্য আমাকে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে। সবকিছু করার পরও উদ্বোধনের দিন একবার জানানো হলো না।' তিনি আরও বলেন, 'আমার খুব খারাপ লাগছে। এগুলো আমি বাইরে বলি না। নিজেদেরই দুর্বলতা বলে মনে হয়। কংগ্রেস শাসনামলে এই পশ্চিমবঙ্গের জন্য এই প্রকল্প আনতে কতটা ঘাম ছুটেছে তা আমি জানি। এতকিছু করার পরও ডাকল না, এটাই দুঃখ। অন্তত খবর তো দিতে পারত।' তবে আয়োজক কর্তৃপক্ষের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের সদরদপ্তর নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর জন্য আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন তারা। কিন্তু মমতা নিজে দাবি করেছেন, তিনি কোনো আমন্ত্রণপত্র পাননি।