মোদির বিরুদ্ধে পোস্ট দিয়ে বিপাকে

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন রাজ্যসভার এক নিরাপত্তাকর্মী। এ কারণে তাকে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর রোষের মুখে পড়তে হয়েছে। গত ১২ ফেব্রম্নয়ারি রাজ্যসভা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, রাজ্যসভার নিয়ম মেনেই ভেঙ্কাইয়া নাইডু উরুজুল হাসান নামের এক নিরাপত্তাকর্মীকে আগামী পাঁচ বছরের জন্য অধস্তন কর্মী হিসেবে কাজ করার শাস্তি দিয়েছেন। উরুজুল হাসান রাজ্যসভার নিরাপত্তাসংক্রান্ত বিষয়ের ডেপুটি ডিরেক্টর ছিলেন। রাজ্যসভার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থার দেখভাল করতেন তিনি। রাজনৈতিক নিরপেক্ষতা হারানোর অভিযোগে এরই মধ্যে তাকে 'সাসপেনশনে' পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে তিনি সরাসরি অপমানজনক পোস্ট করেছেন। এমনকি, মোদির নাম নিয়ে রসিকতা করারও অভিযোগ রয়েছে ওই কর্মীর বিরুদ্ধে। এক দিন বা দু'দিন নয়, বেশ কয়েক বার মোদির উদ্দেশে অপমানজনক পোস্ট শেয়ার করেছেন ওই ব্যক্তি, যার জেরে তাকে শাস্তি পেতে হলো। সংবাদসূত্র: এনডিটিভি