চীন ও রাশিয়ার সাম্রাজ্য গড়ার চিন্তা বিফল হবে :পম্পেও

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
চীন ও রাশিয়া যতই 'সাম্রাজ্য গড়ার' চিন্তা করুক না কেন, পশ্চিমা মূল্যবোধগুলোই শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করবে বলে ইউরোপীয় মিত্রদের আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইউরোপের নেতাদের অসন্তোষের মধ্যে শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকা ও পদক্ষেপগুলোর পক্ষে দৃঢ় অবস্থানও নেন। সংবাদসূত্র : রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'আমেরিকা প্রথম' স্স্নোগান, ন্যাটো সামরিক জোট নিয়ে দোটানা এবং ইউরোপীয় পণ্যে একের পর এক শুল্ক আরোপের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে সৃষ্ট অবিশ্বাস ও সন্দেহ দূর করারও জোর চেষ্টা চালিয়েছেন পম্পেও। পশ্চিমা নেতৃত্বে কোনো ধরনের সংকটে নেই বলেও দাবি করেছেন তিনি। উদার গণতন্ত্রের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উলেস্নখ করে তিনি বলেন, 'আটলান্টিকের এপার-ওপার মিত্রতার মৃতু্য নিয়ে যা বলা হচ্ছে, তা যে অতিরঞ্জিত এটা জানাতে পেরে আমি খুশি। পশ্চিমারা জিতছে, এবং আমরা একসঙ্গেই জিতছি।' পম্পেওর এ অবস্থানকে শুক্রবার মিউনিখ সম্মেলনে দেওয়া জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইমেয়ারের দেওয়া বক্তৃতার প্রতু্যত্তর হিসেবেই ধরে নেওয়া হচ্ছে। স্টেইনমেয়ার তার বক্তব্যে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে আরও 'বিপজ্জনক অবস্থার দিকে' ঠেলে দেয়ার অভিযোগ এনেছিলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁও জার্মান প্রেসিডেন্টের ওই বক্তব্যকে সমর্থন জানান। ম্যাখোঁ বলেন, 'আমরা যুক্তরাষ্ট্রের জুনিয়র পার্টনার হতে পারি না। ন্যাটোকে সমর্থন দিলেও ইউরোপের যেমন প্রতিবেশীর হুমকি মোকাবিলায় সক্ষম হয়ে ওঠা দরকার, তেমনি দরকার ওয়াশিংটনের বাইরে স্বতন্ত্র অবস্থান নেওয়ারও। ইউরোপীয় সমাধান চেয়ে চেয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি।' রাশিয়াকে ঠেকানোর পশ্চিমা নীতি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলেও মত ফরাসি প্রেসিডেন্টের। কেউই যেহেতু মস্কোর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে চায় না, সেহেতু বিরোধ নিষ্পত্তিতে আলোচনার পথই একমাত্র উপায় বলে মনে করেন তিনি। তার মতে, 'আমি পাগল নই, কিন্তু বাধা দেওয়া এবং দুর্বল হওয়া, এটা কোনো নীতি হতে পারে না।'