করোনাভাইরাসে এবার তাইওয়ানে প্রথম মৃতু্য

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের মূল ভূখন্ডে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিবেশী তাইওয়ানে প্রথম একজনের মৃতু্য হয়েছে। দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান। সংবাদসূত্র : বিবিসি স্বাস্থ্যমন্ত্রী চেন বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস-বিতে আক্রান্ত ছিলেন। কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যাননি। তবে সব মিলে আক্রান্ত হয়েছেন ২০ জন। চীনে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬৫ জন, যার অধিকাংশই উহান শহরের। তালিকায় এক মার্কিন নাগরিকও রয়েছেন, যা দেশটিতে প্রথম কোনো বিদেশির মৃতু্য। চীনের মূল ভূখন্ডের বাইরে অন্তত ৩০টি দেশে আনুমানিক ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের বাইরে এশিয়ার আরও তিন দেশ, ফিলিপাইন, হংকং, জাপান, ফ্রান্সে একজন করে প্রাণ হারিয়েছেন। আফ্রিকার প্রথম দেশ হিসেবে মিশরে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দক্ষিণ আমেরিকা আর জনমানবশূন্য অ্যান্টার্কটিকা বাদে বিশ্বের পাঁচ মহাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।