সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
জনপ্রিয়তা :ট্রাম্পের দাবি সত্যি নয় জনপ্রিয়তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সত্যি নয়। তিনি বলেছেন, ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে তিনিই এক নম্বরে রয়েছেন। তবে যাচাই করে দেখা গেছে, তার এই দাবি সত্যি নয়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান, মার্ক জুকারবার্গ নাকি তাকে জানিয়েছেন, তিনি ফেসবুকে জনপ্রিয়তায় এক নম্বরে, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থান দ্বিতীয়। কিন্তু বাস্তবে ফেসবুকে এক নম্বরে আছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তার ফেসবুক পাতায় লাইক সংখ্যা ১২২ কোটি ৪২ লাখ ২৩৫টি। এরপরেই রয়েছে দুই বিশ্বখ্যাত ফুটবল দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এদিকে, ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে জনপ্রিয়তায় এখন পর্যন্ত ২৫ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৫০১টি লাইক নিয়ে দুই নম্বরে রয়েছেন। আর মোদি ৪৪ কোটি ৬২ লাখ ৫ হাজার ৫৫৮টি লাইক নিয়ে রয়েছেন এক নম্বরে। এই হিসাব ১৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, 'এটা বিরাট সম্মান! মার্ক জুকারবার্গ সম্প্রতি জানিয়েছেন, ডোনাল্ড জে ট্রাম্প ফেসবুকে এক নম্বরে। আর দুই নম্বরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দুই সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি। এই সফরের জন্য দিন গুনছি এখন।' সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া যুক্তরাজ্যে ডেনিসের তান্ডব, নিহত ২ যাযাদি ডেস্ক উত্তর আটলান্টিকে প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'ডেনিস'র আঘাতে যুক্তরাজ্যে দু'জনের প্রাণহানি ঘটেছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, আটলান্টিকে এই ঝড় প্রবল শক্তি সঞ্চয় করে শনিবার 'বোমা সাইক্লোন'র রূপ নিয়ে ওয়েস্ট ইয়র্কশায়ার উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড় ডেনিসের তান্ডবে পড়ে লন্ডভন্ড ওয়েস্ট ইয়র্কশায়ারের কেন্ট উপকূলে দু'জন মারা গেছেন। স্থানীয় সময় শনিবার বিকালের দিকে হার্নি বে এলাকায় এক কিশোর সমুদ্রে নেমে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারায়। গত সপ্তাহে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি প্রবল বাতাস নিয়ে ঘূর্ণিঝড় সিয়ারা আঘাত হানে। ফলে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বর্ষণের কারণে বন্যাও দেখা দেয়। সেই ঝড়ের তান্ডবের ক্ষত না শুকাতেই আবারও শক্তিশালী ঘূর্ণিঝড় ডেনিসের মুখোমুখি হয়েছে যুক্তরাজ্য। সংবাদসূত্র : স্কাই নিউজ গণকবরে ছয় হাজার মৃতদেহের সন্ধান যাযাদি ডেস্ক আফ্রিকার দেশ বুরুন্ডিতে ছয়টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির কারসুরি প্রদেশের এসব গণকবরে ছয় হাজারের বেশি মরদেহ পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এসব গণকবরে মৃতদেহ ছাড়াও হাজার হাজার গুলি পাওয়ার কথাও জানিয়েছে দেশটির 'সত্য ও পুনর্বাসন' কমিশন। উপনিবেশিক শোষণ, গৃহযুদ্ধ ছাড়াও ১৯৭২ সালে বুরুন্ডিতে বড় ধরনের হত্যাযজ্ঞ চলে। ধারণা করা হয়, দেশটির নৃতাত্ত্বিক গোষ্ঠী হুতুদের লক্ষ্য করে এই হত্যাযজ্ঞ চালানো হয়। ওই হত্যাযজ্ঞের দিকে ইঙ্গিত করে দেশটির সত্য ও পুনর্বাসন কমিশনের চেয়ারম্যান পিয়েরে ক্লেভার নাদিয়েক্যারিয়ে বলেন, পোশাক, চশমা ও আনুষঙ্গিক জিনিস ব্যবহার করে বেশ কিছু মরদেহ শনাক্ত করা হয়েছে। ২০১৪ সালে সত্য ও পুনর্বাসন কমিশন গঠন করে বুরুন্ডি সরকার। এই কমিশন ১৮৮৫ সালে বিদেশিদের আগমন থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সহিংসতার তদন্ত শুরু করে। এখন পর্যন্ত কমিশনটি দেশটিতে চার হাজারের বেশি গণকবরের সন্ধান পেয়েছে। এতে এক লাখ ৪২ হাজারের বেশি মরদেহ পাওয়া গেছে। বুরুন্ডির জনগোষ্ঠী তুতসি ও হুতু নৃতাত্ত্বিক গোষ্ঠীতে বিভক্ত। ২০০৫ সালে দেশটির গৃহযুদ্ধ শেষ হওয়ার আগে নিহত হয় প্রায় তিন লাখ মানুষ। সংবাদসূত্র : বিবিসি সৌদিতে উটের জন্য হাসপাতাল হচ্ছে যাযাদি ডেস্ক উটের চিকিৎসায় বিশ্বের সবচেয়ে বড় ও অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করছে সৌদি আরব। 'দ্য সালাম পশু চিকিৎসা ও উট হাসপাতাল' নামের এ চিকিৎসাকেন্দ্র নির্মাণ করা হচ্ছে কাসেম অঞ্চলে। সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হাসপাতালের চূড়ান্ত অবকাঠামো নির্মাণ কার্যক্রম শেষের দিকে। এটি তৈরি করতে দুই কোটি ৬০ লাখ ডলার খরচ হবে। সেখানে উটের খামারিরা পশুদের চিকিৎসা করাতে পারবেন। পশুসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ডা. হামাদ আল-বাস্তান বলেন, হাসপাতালের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। অগ্রগতি কতটুকু তা তদারক করা হচ্ছে। সংবাদসূত্র : বিবিসি