কাশ্মীর নিয়ে মধ্যস্থতা

জাতিসংঘ মহাসচিবের প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
অ্যান্তোনিও গুতেরেস
কাশ্মীর ইসু্যতে চিরবৈরী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্ব অবসানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেয়া মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দিলিস্ন। ভারতের ক্ষমতাসীন সরকার বলছে, এই ইসু্যতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার কোনো সুযোগ নেই। সংবাদসূত্র : ডন, দ্য হিন্দু জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারত বলছে, এই ইসু্যতে শুধুমাত্র দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে। চারদিনের সফরে ইসলামাবাদে গিয়ে রোববার অ্যান্তোনিও গুতেরেস বলেন, মধ্যস্থতার প্রস্তাবে দুই দেশ যদি রাজি থাকে, তাহলে তার অফিস এই ইসু্যতে সহায়তা করতে প্রস্তুত। গুতেরেসের এই প্রস্তাবের জবাবে রোববার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, পাকিস্তান কর্তৃক অবৈধ ও জোরপূর্বক দখল করে রাখা ভূখন্ড খালি করে দিয়ে এই ইসু্যটি (জম্মু-কাশ্মীর) মোকাবেলা করা প্রয়োজন। এরপর যদি আর কোনো ইসু্য থাকে, তাহলে সেগুলো নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করা হবে। এতে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা রাখার কিংবা মধ্যস্থতার সুযোগ নেই। দেশটির মুখপাত্র বলেন, ভারতের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সংন্ত্রাসবাদের অবসানে বিশ্বাসযোগ্য, টেকসই এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে পাকিস্তানকে পরামর্শ দিতে পারে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব এসবের ওপর গুরুত্বারোপ করবে বলে আশা দিলিস্নর। জাতিসংঘ মহাসচিব গুতেরেস অতীতেও বিভিন্ন সময়ে প্রতিবেশী এই দুই দেশের মাঝে উত্তেজনার পরিপ্রেক্ষিতে একাধিকবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। সর্বশেষ গত বছরের আগস্টে ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী অবস্থা তৈরি হলে নতুন করে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। সেই সময়ও ভারতের ক্ষমতাসীন সরকার গুতেরেসের প্রস্তাব নাকচ করে দেয়। গুতেরেস ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার কাশ্মীর সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। তার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে দিলিস্ন। আগামী সপ্তাহে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।