নির্ভয়াকান্ডে ফাঁসি ৩ মার্চ, নতুন মৃতু্য পরোয়ানা

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
দুবার দিনক্ষণ নির্ধারণ করেও আইনি জটিলতায় নির্ভয়া ধর্ষণ ও হত্যাকান্ডে দন্ডিত চার জনের ফাঁসি কার্যকর হয়নি। সোমবার ফের নতুন মৃতু্য পরোয়ানা জারি করেছে দিলিস্নর পাতিয়ালা হাউস কোর্ট। নতুন পরোয়ানায় বিচারকের নির্দেশ, আগামী ৩ মার্চ স্থানীয় সময় সকাল ৬টায় তিহার জেলে তিন জনের ফাঁসি কার্যকর করতে হবে। নতুন এ মৃতু্য পরোয়ানায় খুশি নির্ভয়ার পরিবার। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি কিন্তু এই দিনক্ষণও কি চূড়ান্ত? এখনই এমনটা নিশ্চিত করে বলতে পারছেন না আইনজীবীরা। কারণ, পবন গুপ্তের হাতে এখনো দুটি আইনি বিকল্প রয়েছে। আবার সব আইনি প্রক্রিয়ার পরও ১৪ দিন সময় দিতে হয় ফাঁসির জন্য। সেই হিসাবে পবনের আইনি প্রক্রিয়া শেষ করতে হবে দুদিনের মধ্যে। পবন এই দুদিনের মধ্যে আবেদন করবে কি-না, তা নিয়ে সংশয় রয়েছে। ২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও হত্যার ঘটনায় চার দন্ডিত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তারপর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। পাশাপাশি ফাঁসি রদ করার জন্য বিরামহীন চেষ্টা চলছে।