হংকংয়ে করোনায় প্রাণ গেল আরও একজনের

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে হংকংয়ে। চীনশাসিত অঞ্চলটির প্রিন্সেস মার্গারেট হাসপাতালে ভর্তি ছিলেন করোনা আক্রান্ত ৭০ বছর বয়সী ওই ব্যক্তি। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। সংবাদসূত্র : রয়টার্স মৃত ওই ব্যক্তি হংকংয়ের কাওয়াই চুং এলাকার একটি বাড়িতে একাই বাস করতেন। ২ ফেব্রম্নয়ারি অসুস্থ হওয়ার ১০ দিন পর তাকে প্রিন্সেস মার্গারেট হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ফেব্রম্নয়ারি তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়, তখনই তার অবস্থা সঙ্কটজনক ছিল। ২২ জানুয়ারি তিনি এক দিনের সফরে চীনের মূলভূখন্ডে গিয়েছিলেন। হংকংয়ে নতুন করোনাভাইরাসে মৃতু্যর প্রথম ঘটনা ঘটে ৪ ফেব্রম্নয়ারি। ওই দিন ৩৯ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। চীন শাসিত হংকংয়ে এ পর্যন্ত ৬২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে দুজনের মৃতু্য হলো।