এফএটিএফের ধূসর তালিকায় থাকল পাকিস্তান

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
'ধূসর তালিকা'তেই থেকে গেল পাকিস্তান- প্যারিসে চলা পূর্ণাঙ্গ অধিবেশনে এমনটাই জানিয়েছে 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স' (এফএটিএফ)। সেই সঙ্গে এফএটিএফ জানিয়েছে, পাকিস্তান যদি এখনই লস্কর ও জইশের মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে আর্থিক মদদ দেওয়া বন্ধ না করে, তাহলে আগামী দিনে তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করা হবে। সংবাদসূত্র: এবিপি নিউজ শুধু তা-ই নয়, পাকিস্তানকে দেওয়া শর্তগুলো আগামী জুনের মধ্যে পূরণ করতে না পারলেও বড় সমস্যার মুখে পড়বে হবে বলে পাকিস্তানকে হুঁশিয়ার করেছে এফএটিএফ। পাকিস্তানকে আগেও হুঁশিয়ারি দিয়েছিল এফএটিএফ। ২০১৯ সালের অক্টোবরের মধ্যে তাদের বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করার জন্য চাপ দিয়েছিল এফএটিএফ। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা পূরণ করতে পারেনি পাকিস্তান। ফলে তাদের ধূসর তালিকাতেই রেখে দেয় এফএটিএফ। সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছিল, ২০২০ সালের এপ্রিলের মধ্যে সব শর্ত পূরণ করতে ব্যর্থ হলে কালো তালিকাভুক্ত করা হবে। গত জানুয়ারিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, এফএটিএফের বেঁধে দেওয়া শর্ত তারা ঠিকমতো পালন করছে। যথেষ্ট ভূমিকাও নিয়েছে তারা।