জরিপ প্রতিবেদন

শিশুদের জন্য ভারত নিরাপদ নয়

প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
শিশুদের জন্য ভারত একদম নিরাপদ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও), ইউনিসেফ ও ল্যানসেট মেডিকেলের করা এক জরিপে বিষয়টি উঠে এসেছে। শিশুদের পরিবেশ এবং সামাজিক কাঠামোর ওপর নির্ভর করে জরিপটি পরিচালনা করা হয়। ১৮৮ দেশের ওপর এই জরিপ চালানো হয়েছে। যেখানে শিশুদের জন্য পরিবেশ এবং সামাজিক নিরাপত্তার দিকে দিয়ে ভারতের অবস্থান ১৩৩ নম্বরে। জরিপের ফল প্রকাশ হয়েছে গত বুধবার। একটি দেশে শিশুরা সামাজিকভাবে কতটা সুরক্ষিত, তাদের সহিংসতার শিকার হতে হয় কি-না, শিশুদের শিক্ষার ও খাদ্যের অধিকার রক্ষা করা হয় কি-না, শিশু আত্মহত্যার হার কত, পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে মৃতু্যর হার কত, এই ধরনের বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে জরিপকারীরা তৈরি করেছিলেন 'ফ্লারিশিং ইনডেক্স' (সমৃদ্ধি নির্দেশক)। সেই তালিকায় ১৮৮টি দেশের মধ্যে ভারতের স্থান ১৩৩-এ। তালিকার তলানির দিকে থাকা ভারতের এ অবস্থান প্রমাণ করে, দেশটিতে শিশুদের নিরাপত্তার অভাব রয়েছে। সমৃদ্ধি নির্দেশক তালিকায় সবার ওপরে রয়েছে নরওয়ে। সেরা ১০ এর অন্য দেশগুলো হলো- কোরিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ডেনমার্ক, জাপান, বেলজিয়াম, আইসল্যান্ড ও যুক্তরাজ্য। সংবাদসূত্র : গার্ডিয়ান