ভারতে তিন হাজার টন সোনার খনির সন্ধান

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতজুড়ে সংরক্ষিত মোট সোনার পাঁচ গুণের বেশি সোনার মজুদের সন্ধান পেয়েছে দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- জিএসআই। দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের সোনভদ্র জেলার মাটির নিচে রয়েছে ১২ লাখ কোটি রুপি মূল্যমানের তিন হাজার টন সোনা। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি সোনভদ্রর খনি-বিষয়ক কর্মকর্তা কে কে রাই শুক্রবার জানান, জেলার সোন পাহাড়ি ও হরদি এলাকায় এসব সোনার খনির সন্ধান পাওয়া যায়। প্রায় দুই দশক আগে ১৯৯২-৯৩ সালে জিএসআই সোনভদ্রে সোনার খনির খোঁজে অনুসন্ধান শুরু করেছিল। সোন পাহাড়ি খনিতে প্রায় দুই হাজার ৯৮৩ দশমিক ২৬ টন সোনার মজুদ এবং হারদি বস্নকে ৬৪৬ দশমিক ১৬ কেজি মজুদ রয়েছে বলে হিসাব করেছেন ভূতত্ত্ববিদরা। সোনার পাশাপাশি ওই এলাকায় আরও কিছু খনিজ পদার্থও পাওয়া গেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডাবিস্নউজিসি) তথ্যানুযায়ী, বর্তমানে ভারতের মোট সোনার মজুদের পরিমাণ ৬২৬ টন। ওই দুই খনিতে নতুন আবিষ্কৃত সোনার মজুদ এর প্রায় পাঁচ গুণ। জানা যায়, ব্রিটিশ শাসকরাই প্রথমে সোনভদ্র অঞ্চলে সোনার খনি সন্ধানের উদ্যোগ নিয়েছিল। তবে মাওবাদীদের তৎপরতার কারণেই অঞ্চলটি সম্প্রতি বেশি খবরের শিরোনাম হচ্ছিল।