১৫ যাত্রীসহ চুরি গেল বাস!

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
রাস্তায় গাছ ফেলে বাসে গণডাকাতি বা রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা যাত্রীশূন্য বাস চুরি ঘটনা বিরল নয়। কিন্তু যাত্রীসহ বাস চুরির ঘটনায় চোখ কপালে উঠেছে কর্তৃপক্ষের। অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিকারাবাদে। তেলেঙ্গানা পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রম্নয়ারি রাতে সরকারি টিএসআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ে তেলেঙ্গানার কারানকোট থেকে ওদিপুর যাচ্ছিলেন চালক ইলিয়াস ও তার সহকারী জগদীশ। রাত সাড়ে ৯টার দিকে বিকারাবাদ নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে বাস রেখে একটি হোটেলে রাতের খাবার খেতে যান চালক ও তার সহকারী। পরে ফিরে এসে আর বাসটি খুঁজে পাননি তারা। বাসে থাকা যাত্রীরা জানান, মূল চালক ও সহকারী বিরতিতে গেলে হঠাৎ এক ব্যক্তি চালকের আসনে বসে বাসটি চালাতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল মদ্যপ। বাসের যাত্রীরা তাকে তার সহকারীর কথা জিজ্ঞাসা করলে সে বলে, তার সহকারী লাগবে না। বাসটি চলতে শুরু করার কিছুক্ষণ পরে হঠাৎ একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। তারপর ওই মদ্যপ ভয়ে বাস ছেড়ে পালিয়ে যায়। সংবাদসূত্র: এনডিটিভি