শামুকের নামকরণ গ্রেটার নামে

প্রকাশ | ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
গ্রেটা থুনবার্গ
জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্দোলনে সাড়া জাগানো সুইডেনের কিশোরী কর্মী গ্রেটা থুনবার্গের নামে নতুন আবিষ্কৃত একটি শামুকের নামকরণ করা হয়েছে। সম্প্রতি নতুন প্রকৃতির এক শামুক আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সেই শামুকেরই নাম দেওয়া হয়েছে গ্রেটার নামে। নতুন আবিষ্কৃত শামুকটির নাম দেওয়া হয়েছে 'ক্র্যাসপেডোট্রপিস গ্রেটাথুনবার্গ'। এই শামুক এক মিলিমিটার চাওড়া ও দুই মিলিমিটার লম্বা, যার ধূসর রঙের শুঁড় রয়েছে। শামুক বিশেষজ্ঞ এক বিজ্ঞানীর ভাষায়, নতুন ধরনের এই শামুক খরাপ্রবণ আবহওয়ায় এবং প্রচন্ড গরমে খুব স্পর্শকাতর। নতুন প্রজন্মের এই শামুকের নাম তার নামে রাখা নিয়ে ১৬ বছরের গ্রেটাকে জানানো হলে সে জানায়, 'আমার নামে একটি শামুকের নাম রাখা হয়েছে, এটা জেনে আমি ভীষণ খুশি এবং উচ্ছ্বসিত।' এর আগে বিটেলের এক নতুন প্রজন্মের নাম বিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো দি ক্যাপ্রিওর নামে রাখা হয়েছিল। সংবাদসূত্র: আরটি নিউজ