করোনাভাইরাস

ইরানে ৫০ জনের মৃতু্য বিশ্বে ২৬১৯ জন

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মাস্ক পরে রাস্তায় তিন ইরানি
ইরানের পবিত্র শহর হিসেবে পরিচিত কোম নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃতু্য হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা 'ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি'র (ইলনা) এ খবর দিয়েছে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনায় আক্রান্ত হয়ে মৃতু্যর যে সংখ্যা জানিয়েছিল, এই সংখ্যা তার চেয়ে চারগুণ বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, করোনা সংক্রমিত হয়ে ১২ জনের মৃতু্য হয়েছে। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ জন। এদিকে প্রাণঘাতী করোনাভাইরাস এবার কুয়েত ও বাহরাইনেও হানা দিয়েছে। ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে দ্রম্নত নতুন রোগী বাড়তে থাকায় এ রোগের প্রাদুর্ভাব বিশ্বে আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ জনে, যাদের মধ্যে ২৭ জনের মৃতু্য হয়েছে চীনের বাইরে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়ে গেছে। মধ্য চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। ঠিক কীভাবে করোনাভাইরাস মানুষের দেহে এসেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিশেষজ্ঞরা। এ রোগের কোনো প্রতিষেধকও মানুষের জানা নেই। এতদিন নতুন করোনাভাইরাসের প্রকোপ চীনের মধ্যেই ছিল বেশি। কিন্তু গত কয়েক দিনে চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রম্নত বাড়ছে নতুন রোগীর সংখ্যা। ভাইরাসের বিস্তার ঠেকাতে চীনের পর দক্ষিণ কোরিয়া ও ইতালি ভাইরাস উপদ্রম্নত এলাকাগুলো অবরুদ্ধ করে ফেলার মতো কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে, কিন্তু মৃতু্যর মিছিল থামছে না। সংবাদসূত্র: বিবিসি, আল-জাজিরা