সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ইরানে নিষেধাজ্ঞার বিরোধী রাশিয়া যাযাদি ডেস্ক ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে আবারও অবৈধ ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বুধবার মস্কোয় এক বক্তব্যে বলেছেন, 'ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানায় রাশিয়া। জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে মস্কো।' মঙ্গলবার ইরান বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের এক বিবৃতির পর এমন বক্তব্য দেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ। বোগদানোভ বলেন, 'ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কাজে জাতিসংঘকে ব্যবহার করা অনুচিত। আন্তর্জাতিক আইনে এসব নিষেধাজ্ঞা অবৈধ। যুক্তরাষ্ট্র এই বিশ্বসংস্থাকে হাতের খেলনায়ও পরিণত করতে চাচ্ছে। রাশিয়া এর ঘোর বিরোধিতা করছে।' গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের সঙ্গে লেনদেন করার কারণে চীন, ইরাক, রাশিয়া ও তুরস্কের ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। সংবাদসূত্র : পার্স টুডে যুক্তরাষ্ট্রে কারখানায় গুলিতে নিহত ৬ যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রে মিলওয়াকি শহরের একটি বিয়ার কোম্পানির কারখানায় বন্দুকধারীর গুলিতে কারখানাটির পাঁচ কর্মচারী নিহত হওয়ার পর বন্দুকধারীকেও গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে। বুধবার উইসকনসিন অঙ্গরাজ্যের বৃহত্তম শহরটির মলসন কুজ বেভারজে কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে। হামলাকারী নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। এ ঘটনায় অন্য আর কেউ আহত হননি। হামলাকারীকে মিলওয়াকি শহরের ৫১ বছর বয়সী এক বাসিন্দা বলে বর্ণনা করা হয়েছে। কয়েকটি সূত্র দাবি করেছে, ওই কারখানা থেকে চাকরিচু্যত হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এ কান্ড ঘটিয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স