সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমাহ এবতেকার
করোনাভাইরাস এবার আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট যাযাদি ডেস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমাহ এবতেকার। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূতের মৃতু্যর পর এ খবর এলো। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, দেশটিতে করোনায় এ পর্যন্ত ২৬ জনের মৃতু্য হয়েছে। নতুন করে আরও ১০৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৪৫ জনে দাঁড়িয়েছে। গত ১৯ ফেব্রম্নয়ারি ইরান প্রথম দেশের ভেতরে করোনাভাইরাস আক্রান্ত রোগীর অস্তিত্বের কথা জানায়। ভাইরাসে আক্রান্ত ভাইস প্রেসিডেন্ট মাসুমাহ এবতেকার দেশটির সাত ভাইস প্রেসিডেন্টের অন্যতম। তিনি নারীবিষয়ক মন্ত্রণালয়ের দেখভাল করেন। ১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাসে ৫২ মার্কিনিকে অবরুদ্ধ করে রেখেছিল ইরানি শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীদের মুখপাত্র ছিলেন এবতেকার। এবতেকারকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অধীনস্থ কর্মকর্তারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা নিশ্চিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এর আগে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরো শাহি মারা যান। তিনি ভ্যাটিকান সিটিতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার হাদির মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকানোর লড়াইয়ে হিমশিম খাচ্ছে ইরান। সংবাদসূত্র: এএফপি কানাডা হ্যারি-মেগানের নিরাপত্তা দেবে না যাযাদি ডেস্ক যুক্তরাজ্যের 'ডিউক অব সাসেক্স' হ্যারি ও তার স্ত্রী 'ডাচেস অব সাসেক্স' মেগান মার্কেল তাদের রাজকীয় উপাধি আর ব্যবহার করতে পারবেন না বলে এরই মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ৩১ মার্চ তারা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ 'সিনিয়র রয়্যাল' পদ ছাড়বেন। তারা বর্তমানে বেশির ভাগ সময় কানাডায় থাকছেন। তাদের নিরাপত্তা দিচ্ছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। কিন্তু বৃহস্পতিবার কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা হ্যারি ও মেগানের নিরাপত্তা বাবদ আর কোনো অর্থ খরচ করবে না। তাদের সাধারণ নাগরিকদের মতোই নিজ দায়িত্বে চলাফেরা করতে হবে। তবে ঠিক কখন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, সেটি বলা হয়নি। তবে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেন, হ্যারি-মেগানের রাজকীয় পদবী পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাপ্য সুবিধাতেও পরিবর্তন আসবে। ব্রিটিশ রাজকীয় দায়িত্ব ছাড়ার পরও জনগণের করের অর্থে হ্যারি-মেগানকে রাজকীয় নিরাপত্তা দেয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সমালোচনা করছে একটি পক্ষ। তারা বলছেন, এখন কোন যুক্তিতে তাদের দু'জনের পেছনে রাষ্ট্রীয় অর্থ খরচ করা হবে, সেটি পরিষ্কার করতে হবে। ধারণা করা হচ্ছে, দেশে চাপের মুখেই এই সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো সরকার। হ্যারি-মেগানকে সরকারি খরচে নিরাপত্তা দেয়া উচিত কিনা এমন ইসু্যতে সম্প্রতি দেশটিতে পরিচালিত একটি জরিপে ৭৩ শতাংশ কানাডীয় জানায়, তারা রাজি নয়। সংবাদসূত্র: বিবিসি পৃথিবীর পাশে ঘুরছে আরেকটি চাঁদ যাযাদি ডেস্ক পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে চাঁদ। অনন্তকাল ধরে এটাই সত্যি। কিন্তু, এবার সামনে এলো এক নতুন তথ্য। পৃথিবীর চারদিকে নাকি ঘুরছে আরও এক চাঁদ। তাকে 'মিনিমুন' আখ্যা দিচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ১৫ ফেব্রম্নয়ারির রাতে উজ্জ্বল এক বস্তুকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখে চমকে উঠেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। 'অবজারভেটরি' থেকে দেখা যায় সেই চাঁদকে। বছর তিনেক আগে এটি পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ে। চাঁদের মতো সেটিও নাকি ছন্দে ছন্দে পাক খেয়ে যাচ্ছে পৃথিবীকে। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন ২০২০ সিডি৩। 'মিনিমুন' ২০২০ সিডি৩-এর খোঁজ পেয়ে নাসার জ্যোতির্বিজ্ঞানী মহলে হইচই পড়ে গেছে। পৃথিবীর নতুন চাঁদকে বেশ অ্যাপায়ন করেই মেনে নেওয়া হয়েছে। ইউনিভার্সিটি অব অ্যারিজোনার লুনার অ্যান্ড পস্ন্যানেটরি ল্যাবের গবেষক ক্যাসপার উইরজোস বলেন, ২০২০ সিডি৩ কোনো গ্রহ বা নক্ষত্র নয়, আসলে ধূমকেতু থেকে ছিটকে যাওয়া অংশ বিশেষ। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় আকৃষ্ট হয়ে কক্ষপথে চলে এসেছে। এই ধরনের মহাজাগতিক বস্তু আগেও পৃথিবীর অভিকর্ষের টানে ছুটে এসেছে। গত মঙ্গলবার স্মিথসন অ্যাস্ট্রোফিডিক্যাল অবজারভেটরির মাইনর পস্ন্যানেট সেন্টার এই 'আর্থ-অবজেক্ট'র কথা সামনে আনে। এই ল্যাবোরেটরির গবেষণা চলে নাসারই তত্ত্বাবধানে। মাইনর পস্ন্যানেট অবজারভেটরির বিজ্ঞানীরা বলেছেন, এই মহাজাগতিক বস্তুর আকার ছোটখাটো একটা গাড়ির মতো। পরিধি ৬.২ ফুট থেকে ১১.৪ ফুটের মতো। পৃথিবীর কক্ষপথের সঙ্গে এর কক্ষপথ মিলে গেছে। সংবাদসূত্র: ডেইলি মেইল