২১ দিনের লকডাউন

ভারতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রাণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া থামাতে লকডাউন শুরু করেছে ভারত। লোকজনকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু দেশটির দৈনিক মজুরির ওপর নির্ভরশীল বহু লোকের জন্য এটি কোনো বিকল্প নয়। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ৩ সপ্তাহ ধরে লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করেন। এই ঘোষণার পর দৈনিক মজুরির ওপর নির্ভরশীল লোকজন কীভাবে দিন-গুজরান করবেন তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছে স্থানীয় গণমাধ্যম। সংবাদসূত্র : বিবিসি নিউজ এমনিতে রাজধানী দিলিস্নর শহরতলী অঞ্চল নয়ডার লেবার চক কাজের খোঁজে থাকা নির্মাণ শ্রমিকে ভরা থাকে, ভবন নির্মাতারা এই জায়গায় এসে শ্রমিক ভাড়া করে নিয়ে যান। কিন্তু জনতার কারফিউ চলাকালে রোববার সকালে এই প্রতিবেদক যখন সেখানে যান তখন এলাকাটি ছিল পুরোপুরি ফাঁকা, শান্ত। শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে যা এলাকাটিতে কল্পনাও করা যায় না।