ভারতে ৯০০ ছাড়াল আক্রান্তের সংখ্যা

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে 'লকডাউন' শুরু হয়েছে। কিন্তু, করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। ভারতে এখন পর্যন্ত ৯১৮ জন কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছে। এর মধ্যে শুধু শনিবারই সংক্রমিত হয়েছে ৮৪ জন। সংবাদসূত্র : এবিপি নিউজ শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছিল ১৪০ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরই মধ্যে করোনায় মৃতু্য হয়েছে ২০ জনের। তবে সুস্থও হয়ে উঠেছে ৭৯ জন। শনিবার করোনায় আক্রান্ত হয়ে কেরালায় এক ব্যক্তির মৃতু্য হয়েছে। সম্প্রতি তিনি দুবাই থেকে ফিরেছিলেন। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৮০ জন সংক্রমিত হয়েছে। তারপরই কেরালা। সেখানে আক্রান্ত ১৪৯ জন। ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে ৮২৬ জন ভারতীয়। রয়েছে ৪৭ বিদেশিও। দেশটির বিশেষজ্ঞদের আশঙ্কা, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ 'স্টেজ থ্রি'-তে এখনো না পৌঁছালেও, তা যে কোনো সময় ঘটতে পারে। অর্থাৎ, সামাজিক সংক্রমণ শুরু হয়ে যেতে পারে। বিষয়টি বিবেচনা করেই ভারতে ২১ দিনের 'লকডাউন' জারি করা হয়েছে।