ভারতে করোনায় আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এরই মধ্যে এক হাজার ৭১ ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই আক্রান্ত হয়েছে ২২ জন। অপরদিকে মারা গেছে কমপক্ষে ২৯ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় ১০০ জন। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি করোনায় আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও বিহারে একজন করে মারা গেছে। অপরদিকে, মহারাষ্ট্রে ছয়জনের মৃতু্য হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে দুই, কর্ণাটকে তিন, গুজরাটে চার এবং দিলিস্নতে দুইজনের মৃতু্য হয়েছে। গত রোববার বিভিন্ন রাজ্যকে লকডাউন নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের বিস্তার যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হঠাৎ করেই লকডাউনের ঘোষণা দেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদিকে।