এবার আইসোলেশনে কানাডার প্রধানমন্ত্রী

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় আইসোলেশনেন (সম্পূর্ণ বিচ্ছিন্ন) থাকবেন। রোববার তিনি এই ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত তার স্ত্রী সোফি সুস্থ হয়ে উঠেছেন। ট্রুডো বলেন, সোফি গ্রিগোরি শনিবার তার চিকিৎসকদের কাছ থেকে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার ছাড়পত্র পেয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী ট্রুডোর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত স্ত্রীর সঙ্গে একই ছাদের নিচে বসবাস করছিলেন। অটোয়ায় তার রিডিয়াউ কটেজ বাসভবনের বারান্দা থেকে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রুডো বলেন, 'টেলিফোন ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কীভাবে অনেক কাজ করা যায়, কানাডার কর্মীরা তা করে দেখিয়েছেন। প্রকৃতপক্ষে এই কাজটি আমি করে যাচ্ছি।' লন্ডন সফর থেকে ফেরার পর গত ১২ মার্চ করোনাভাইরাস পরীক্ষায় তার স্ত্রীর শরীরে এই ভাইরাস ধরা পড়ে। এরপর থেকেই প্রধানমন্ত্রী ট্রুডো স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে যান। উলেস্নখ্য, সোমবার পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে কমপক্ষে ছয় হাজার ৩২০ জন আক্রান্ত এবং ৬৫ জনের মৃতু্য হয়েছে। সংবাদসূত্র : বিবিসি