চীনে দাবানলে দমকল কর্মীসহ ১৯ জন নিহত

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসকে চীন যখন অনেকটা নিয়ন্ত্রণে এনেছে, ঠিক তখনই দেশটির সিচুয়ান প্রদেশে দাবানলের বিরুদ্ধে লড়াইরত ১৮ দমকল কর্মী ও তাদের এক পথপ্রদর্শক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে তাদের মৃতু্য হয়। হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের কারণে দমকল কর্মীদের ওই দলটি আটকা পড়ে যায়। সংবাদসূত্র : সিনহুয়া, বিবিসি, রয়টার্স দাবানল সিচুয়ানের লিয়াংশান বিভাগের এক হাজার হেক্টরজুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও স্থানীয়দের উদ্ধার করতে ওই এলাকায় দুই হাজার দমকল ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। তারা এ পর্যন্ত ১২০০ লোককে সরিয়ে নিয়েছেন। সোমবার স্থানীয় একটি খামারে আগুনের সূত্রপাত্র। এরপর প্রবল বাতাসে রাতের মধ্যেই আগুন দ্রম্নত নিকটবর্তী পর্বতাঞ্চলে ছড়িয়ে পড়ে। যে দমকল কর্মীদের মৃতু্য হয়েছে, তারা ২২ জনের একটি দলে ছিলেন। এদের মধ্যে স্থানীয় একজন খামার কর্মীও ছিলেন। তিনি দলটির পথপ্রদর্শক হিসেবে কাজ করছিলেন। দলটির তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দাবানলে নিকটবর্তী শহর শিচ্যাং ঘন ধোঁয়ায় ঢাকা পড়ছে। শহরের একটি এলপিজি স্টোরেজ স্টেশন, দুটি পেট্রলপাম্প, চারটি স্কুল ও শহরের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোরটি দাবানলের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে।