গুজব ছড়ালে কোনো ছাড় নয় :ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশ | ০১ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনা নিয়ে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেবে ভারতের শীর্ষ আদালত। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়ে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার (সামাজিক যোগাযোগমাধ্যম) ভুল তথ্য প্রচারের জেরে নানা সমস্যা দেখা দিয়েছে রাজ্যগুলোতে। সংবাদসূত্র : এনডিটিভি লকডাউন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় খুবই ব্যস্ত হয়ে পড়েছে সবাই। যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যমও হয়ে উঠেছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। কিন্তু কিছু অসাধু মানুষের চক্রান্তে এই সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ছে দ্রম্নত। ফলে বাড়িতে বন্দিদশায় থেকে বিভ্রান্ত হচ্ছে মানুষ। তাই সোশ্যাল মিডিয়ায় যাতে ভুল খবর না ছড়ায়, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লকডাউনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কী, এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করে ভারতের শীর্ষ আদালত। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা খবর রোধে কেন্দ্রকে সংবাদ সম্মেলন করে নিজেদের পদক্ষেপের কথা ঘোষণা করতে বলেছে দেশের শীর্ষ আদালত। কেউ যদি ভারতের এই পরিস্থতি নিয়ে বা কেন্দ্রের নাম করে কোনো ভুল তথ্য প্রচার করে, তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট।