ভারত

মওলানা সাদ লাপাত্তা খুঁজে পাচ্ছে না পুলিশ

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মওলানা সাদ কান্ধলভি
ভারতে তাবলিগ জামাতের প্রধান মওলানা সাদ কান্ধলভি, যিনি মওলানা সাদ নামেও সুপরিচিত। তিনি গা ঢাকা দিয়েছেন এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দিলিস্ন পুলিশ সূত্রে জানা গেছে। মওলানা সাদের নেতৃত্বাধীন তাবলিগ জামাতের সদর দপ্তর, দিলিস্নর মারকাজ নিজামুদ্দিনে অন্তত দুই থেকে তিন হাজার লোক গত কয়েক সপ্তাহ ধরে গাদাগাদি করে ছিলেন। ওই সমাবেশ থেকে ভারতের নানা প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, এ খবর জানাজানি হওয়ার পরই মওলানা সাদ আত্মগোপনে গেছেন বলে জানা গেছে। তাবলিগ যখন মার্চের গোড়া থেকে মাঝামাঝি পর্যন্ত ওই জমায়েতের আয়োজন করে, তখন দিলিস্নতে পাঁচজনের বেশি লোককে নিয়ে যে কোনো ধরনের ধর্মীয় বা সামাজিক সভা করা নিষিদ্ধ ছিল। জারি ছিল মহামারি আইনও। মওলানা সাদ তথা তাবলিগ জামাত কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে চূড়ান্ত অবহেলার অভিযোগে মধ্যেই দিলিস্ন পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। সংবাদসূত্র : এনডিটিভি