করোনামুক্ত থাকার জোর দাবি উত্তর কোরিয়ার

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
উত্তর কোরিয়া এখনো সম্পূর্ণ করোনাভাইরাসমুক্ত। দেশটির একজন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা এই জোর দাবি করেছেন। প্রতিবেশী চীনে প্রথম করোনাভাইরাস দেখা দেয়ার পর জানুয়ারিতে পরমাণু শক্তিসম্পন্ন ও বিচ্ছিন্ন উত্তর কোরিয়া দ্রম্নত তাদের সীমান্ত বন্ধ করে দেয়। সংবাদসূত্র : এএফপি দেশটির 'সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যান্টি এপিডেমিক হেডকোয়াটার্স'র মহামারি প্রতিরোধ বিভাগের পরিচালক পাক মিউং সু বলেছেন, তাদের এই প্রচেষ্টা সম্পূর্ণ সফল। তিনি বলেন, 'আমাদের দেশে এখন পর্যন্ত একজনও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তিনি আরও বলেন, দেশে যারা ঢুকেছে, তাদের সবার জন্য পরিদর্শন ও কোয়ারিন্টেন, সকল পণ্যের জীবাণুমুক্তকরণসহ সীমান্ত বন্ধ এবং সমুদ্র ও আকাশ যোগাযোগ বন্ধের মতো পূর্ব সতর্কতামূলক ও বৈজ্ঞানিক পদক্ষেপসমূহ আমরা নিয়েছি।' কিন্তু দক্ষিণ কোরিয়ায় মার্কিন শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল রবার্ট আব্রামস গত মাসে বলেছেন, তিনি নিশ্চিত উত্তর কোরিয়ায় করোনা রোগী রয়েছে। উত্তর কোরীয় নেতা কিম জং-উনের কাছে লেখা এক ব্যক্তিগত চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, উত্তর কোরিয়া কিছু সমস্যার মধ্যদিয়ে যাচ্ছে। তিনি মহামারি ঠেকানোর কাজে সহযোগিতারও প্রস্তাব দেন। এছাড়া রাশিয়া পিয়ংইয়ংকে ১,৫০০ কিট সররাহ করেছে।