সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
দুতার্তের হুমকি বাড়ির বাইরে দেখা মাত্রই গুলি যাযাদি ডেস্ক করোনাভাইরাস প্রতিরোধে দেশের সবচেয়ে বড় দ্বীপ লুজানে মাসব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকে তা মানছে না। তাই ফিলিপাইনের প্রেসিডেন্ট দেশটির পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারাই বাড়ির বাইরে বের হয়ে সমস্যা তৈরি করবে, তাদের যেন দেখামাত্রই গুলি করা হয়। বুধবার শেষ রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, 'সবার জন্য এটা একটা সতর্কতা। বর্তমানের এই সংকটকালে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে। তা না হলে ভাইরাস প্রতিরোধে করা যাবে না।' তিনি আরও বলেন, 'চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কোনো ধরনের ক্ষতি করবেন না। কারণ এটা হলো একটা মারাত্মক অপরাধ। আমি পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছি, যদি কেউ বাড়ির বাইরে বের হয়ে সমস্যা তৈরি করে এবং তাদের জীবন ঝুঁকিতে থাকে, তাহলে তাদের দেখামাত্রই গুলি করুন।' সংবাদসূত্র :রয়টার্স গোপনে বারে ঢুকে মদ্যপান, অর্থদন্ড যাযাদি ডেস্ক স্পেনের অবসর বিনোদনকেন্দ্র তেনেরিফ দ্বীপে একটি সুপারমার্কেটের পেছনের গোপন দরজা ব্যবহার করে বারে ঢুকে মদ পরিবেশন করায় এক বার (পানশালা) মালিককে জরিমানা করা হয়েছে। বিশ্বজুড়ে মহামারির রূপ নেওয়া নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেন আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে ও মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে। এ পরিস্থিতিতে পুরো স্পেন লকডাউনে আছে। লোকজনকে শুধু খাদ্য ও জরুরি উপকরণ কেনার জন্য বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কঠোর এ লকডাউন পরিস্থিতির মধ্যে 'ইকোদ দে লোস ভিনোস' শহরের ওই বারটিও বন্ধ রয়েছে। কিন্তু বাইরে থেকে বন্ধ দেখা গেলেও বারটির মালিক, পাশের সুপারমার্কেটের মালিক ও আরেক ব্যক্তি গোপন দরজা দিয়ে ভেতরে ঢুকে বারে বসে মদ্যপান করে আসছিলেন বলে পুলিশ জানতে পারে।সংবাদসূত্র : বিবিসি লকডাউন মানে নর ও নারীর বিচ্ছিন্নতা যাযাদি ডেস্ক করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষ-মানুষের সংস্পর্শ সীমিত করার উদ্দেশ্যে দেশে দেশে লকডাউন বাস্তবায়নের মধ্যে ভিন্ন এক নিয়ম করেছে মধ্য আমেরিকার দেশ পানামা। তারা জোর দিয়েছে নারী-পুরুষের বিচ্ছিন্নতায়। বুধবার থেকে শুরু হওয়া এই নিয়মে শুধু নারীরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সোম, বুধ ও শুক্রবার ঘরের বাইরে যেতে পারবে। আর পুরুষরা ঘর থেকে বেরোতে পারবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। রোববার সবাইকে ঘরে থাকতে হবে। অন্তত ১৫ দিন এই বিধি-নিষেধ বলবৎ থাকবে বলে পানামার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে পানামা কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ও খাবার কিনতে বেরোনো ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেয়। তারপরও উদ্বেগজনকহারে লোকজন ঘরের বাইরে যেতে থাকায় নারী ও পুরুষের জন্য সপ্তাহের দিনগুলো ভাগ করে দেওয়া হয়েছে। পানামা সরকারের নির্দেশনা অনুযায়ী, ওই দিনগুলোতেও নারী ও পুরুষরা বেরিয়ে কেনাকাটার জন্য মাত্র দুই ঘণ্টা সময় পাবে। সংবাদসূত্র :সিএনএন জরুরি নম্বরে ফোন করে সমুচার আবদার! যাযাদি ডেস্ক করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে একটি জরুরি হেল্পলাইন চালু করেছে ভারতের উত্তরপ্রদেশের সরকার। কিন্তু এক ব্যক্তি বারবার জরুরি নম্বরে ফোন করে বাসায় সমুচা দিয়ে যেতে বলছিলেন। তারপর যা ঘটল, তা অভিনব। রাজ্যের রামপুর জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনেয়া কুমার সিং বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। তিনি লিখেছেন, ওই ব্যক্তি সমুচা চেয়ে ফোন করলে তাকে মানা করা হয়। কিন্তু তিনি ফোনের পর ফোন করে যেতে থাকেন। আর বারবারই তাকে সমুচা দেওয়ার জন্য বলতে থাকেন। এতে হেল্পলাইনে চাপ পড়ায় অনেকেই জরুরি প্রয়োজনে লাইন পাচ্ছিলেন না। বারবার সতর্ক করার পরও তিনি থামেননি, তখন সংশ্লিষ্টরা ঠিক করেন ওই ব্যক্তির কাছে তারা সমুচা পৌঁছে দেবেন। সঙ্গে কঠিন শিক্ষাও দেবেন, যাতে এমন জরুরি পরিস্থিতিতে তিনি বিবেকহীনের মতো কাজ না করেন। সিদ্ধান্ত অনুযায়ী, ওই ব্যক্তির বাড়িতে সমুচা নিয়ে পৌঁছে যায় পুলিশ। তবে শাস্তি হিসেবে ওই ব্যক্তিকে বাসার পাশের ড্রেন পরিষ্কার করতে হয়। সংবাদসূত্র :ইনডিয়া টাইমস