ফ্রান্সে এক দিনে ১৩৫৫ জনের মৃতু্য

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক করোনাভাইরাসে (কোভিড-১৯) ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষের মৃতু্য হয়েছে। এক দিনেই ঝরে গেছে এক হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। সংবাদসূত্র : এএফপি আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজারের মতো মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১২ হাজারেরও বেশি। এদিকে লাশের সারি দীর্ঘ হচ্ছে ইউরোপের আরেক দেশ স্পেনে। প্রতিদিন দেশটির শত শত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ এ আক্রান্ত আরও ৯৩২ জন মারা গেছে। গত এক দিনে ৯ শতাধিক মানুষের মৃতু্য হলেও মৃত ও আক্রান্তের সংখ্যা কমছে দেশটিতে। বৃহস্পতিবার স্পেনে করোনায় ৯৫০ জনের মৃতু্য হয়। মোট মৃতের সংখ্যাটা এখন ১০ হাজার ৯৩৫। চীনে প্রাদুর্ভাব শুরু হওয়া হওয়া এই ভাইরাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে।