করোনায় আক্রান্ত ইরানি স্পিকার লারিজানি

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
স্পিকার আলি লারিজানি
ইরানি পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশটিতে সংক্রমিত হওয়া তিনি হচ্ছেন সর্বশেষ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর স্পিকার আলি লারিজানির কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করা হয়। এতে ফল 'পজিটিভ' এসেছে এবং তিনি বর্তমানে আলাদা রয়েছে। তার চিকিৎসা চলছে। ৬২ বছর বয়সি লারিজানি ইরানের নেতা ও প্রেসিডেন্টের ঘনিষ্ঠ। দেশটির পার্লামেন্ট স্পিকার হিসেবে তিনি ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। তিনি হচ্ছেন করোনায় আক্রান্ত সিনিয়র সরকারি কর্মকর্তাদের অন্যতম। ইরানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিংবা আইনপ্রণেতাদের রেহাই দিচ্ছে না করোনাভাইরাস। ২৯০ আইনপ্রণেতার মধ্যে ২৩ জনই এতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের মধ্যে ১২ জনের এতে মৃতু্য হয়েছে। গত ১৯ ফেব্রম্নয়ারি ইরানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে দেশটি এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে লড়াই করে যাচ্ছে। সংবাদসূত্র : এএফপি অনলাইন