সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
চীনে কুকুর-বিড়াল খাওয়া নিষিদ্ধ যাযাদি ডেস্ক করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে বন্যপ্রাণীর মাংসের সম্পর্ক থাকায় এসব খাওয়া ও বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর মধ্যে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করেছে চীনের শেনজেন শহর। এটিই হচ্ছে দেশটির প্রথম কোনো শহর, যেখানে এসব নিষিদ্ধ করা হলো। আগামী ১ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। 'হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল' বলছে, শুধু খাওয়ার জন্য প্রতি বছর তিন কোটি কুকুর মারা হয় এশিয়ায়। তবে চীনে কুকুরের মাংস খাওয়া খুব সাধারণ ঘটনা নয়। অধিকাংশ চীনা কখনো কুকুরের মাংস খায়নি বা খেতে চায় না। শেনজেন শহর কর্তৃপক্ষ বলছে, 'কুকুর ও বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক সবচেয়ে গভীর। উন্নত দেশে কুকুর ও বিড়াল খাওয়া নিষিদ্ধ করা হয়েছে আরও আগে।' এই নিষেধাজ্ঞাকে মানব সভ্যতার অংশ বলছে তারা। চীনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে প্রাণীদের অধিকারবিষয়ক সংগঠন হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির হয়ে চীনে কাজ করেন ড. পিটার লি। তিনি বলেন, চীনে প্রতি বছর এক কোটি কুকুর ও ৪০ লাখ বিড়াল মারা হয় ব্যবসার জন্য। এদিকে, একই সময়ে করোনাভাইরাসের রোগীর জন্য ভালুকের পিত্তরস ব্যবহারের অনুমোদন দিয়েছে চীনা সরকার। ভালুকের পিত্তরস চীনে প্রাচীনকাল থেকেই ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। যেটা বন্দি ভালুকের পাকস্থলী থেকে সংগ্রহ করা হয় একদম তরতাজা অবস্থায়। এটি লিভারের নানা ব্যাধি থেকে সারিয়ে তোলা এবং গলবস্নাডারের পাথর গলানোর জন্য ব্যবহার করা হয়। সংবাদসূত্র : বিবিসি করোনা বিয়ার বানানো বন্ধ যাযাদি ডেস্ক মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সময় করোনা নামের বিয়ার উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সংশ্লিষ্ট কোম্পানি। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রুখতে উত্তর আমেরিকার এ দেশটি যেসব বিধিনিষেধ আরোপ করেছে, তার আওতায় 'গ্রম্নপো মডেলো' কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম 'অপ্রয়োজনীয়' তালিকায় পড়েছে। এ কারণে বৃহস্পতিবার কোম্পানিটি তাদের করোনা বিয়ারের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গ্রম্নপো মডেলো বলেছে, তাদের ব্যবসায়িক কর্মকান্ড সরকার নির্ধারিত 'অপ্রয়োজনীয়' তালিকায় পড়ায় তারা করোনা বিয়ার ও অন্যান্য ব্র্যান্ডের উৎপাদন আপাতত বন্ধ রাখছে। মেক্সিকোর এ বিয়ার উৎপাদক কোম্পানির পণ্য বিশ্বের ১৮০টি দেশে রপ্তানি হয়। প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর মেক্সিকো গত সপ্তাহে দেশজুড়ে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি ও অপ্রয়োজনীয় সব কর্মকান্ড বন্ধ রাখতে নির্দেশ দেয়। মেক্সিকোতে গ্রম্নপ মডেলোর ১১টি বিয়ার উৎপাদন কারখানা আছে। কোম্পানিটি বলেছে, রোববার থেকে তাদের উৎপাদন স্থগিত থাকবে। বিবৃতিতে তারা জানিয়েছে, উৎপাদন এমনভাবে নামিয়ে আনা হচ্ছে, যেন বিধিনিষেধ ওঠার সঙ্গে সঙ্গে ফের বিয়ার বানানো শুরু করা যায়। সংবাদসূত্র : রয়টার্স