ভারতে হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে হুহু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এক দিনেই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০১ বেড়ে হয়েছে প্রায় তিন হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা ভারতে আক্রান্ত হয়েছে ৬০১ জন। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০১। সংবাদসূত্র : এবিপি নিউজ মৃতু্যর হারেও দুশ্চিন্তা বেড়েছে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারগুলোর। দেশটিতে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃতু্য হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮। শুক্রবার সকালে মৃতের সংখ্যা ছিল ৫৬। ১২ ঘণ্টায় মৃতু্য হয়েছে পাঁচ জনের। তবে আক্রান্তের সংখ্যার সঙ্গে সঙ্গে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। বর্তমানে সেই সংখ্যা ১৮৪। আক্রান্তের সংখ্যায় এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছে ৪২৩ জন। মৃতু্য হয়েছে ১৯ জনের। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪১১। অন্যদিকে, দিলিস্নতেও এক লাফে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৬ জন। আর মৃতু্য হয়েছে ছয় জনের। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিলিস্নর পর রয়েছে কেরালা (২৯৫), রাজস্থান (১৭৯), উত্তরপ্রদেশ (১৭৪), অন্ধ্রপ্রদেশ (১৬১) এবং তেলেঙ্গানা (১৫৮)। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩। মৃতের সংখ্যা তিন। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা ৪৯।