রাস্তায় রাস্তায় করোনা আক্রান্তদের মরদেহ

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ল্যাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের পশ্চিমাঞ্চলীয় শহর গুয়ায়াকিলে করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম 'বাজফিডের' এক প্রতিবেদনে দেখা গেছে, জনশূন্য রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে আছে মানুষের মরদেহ। কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ এগিয়ে যাচ্ছে না মৃতদেহের দিকে। দেশটির কর্তৃপক্ষ পড়ে থাকা সেসব মরদেহ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করছে। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় জনবহুল শহর গুয়ায়াকিলে সব ধরনের সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে অসুস্থ রোগীদের রাখার মতো কোনো বেড খালি নেই। জায়গা হচ্ছে না মর্গ কিংবা কবরস্থানেও। সেখানকার অনেক বাসিন্দা জানিয়েছেন, মরদেহ রাস্তায় ফেলে রাখা ছাড়া তাদের কোনো উপায় নেই। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ থেকে ৩০ মার্চের মধ্যে শহরটির বিভিন্ন বাড়ি থেকে ৩০০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কতজন শহরটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, তার কোনো সঠিক তথ্য নেই। অনেক পরিবার জানিয়েছে, তাদের স্বজনদের দেহে ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিচ্ছে। কিন্তু তারা এটাও জানেন, যারা অসুস্থ হবে, তারা চিকিৎসা পাবে না। কারণ গুয়ায়াকিলে বেশির ভাগ হাসপাতালই এখন রোগীর চাপের ভার নিতে সক্ষম নয়। সংবাদসূত্র :বিবিসি