পাকিস্তানে 'অন্তর্বাস মাস্ক' পাঠাল চীন

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসের সঙ্গে লড়াইরত ইসলামাবাদকে সহায়তার নামে 'এন৯৫' মাস্কের বদলে অন্তর্বাসের কাপড়ে তৈরি মাস্ক পাঠিয়েছে বেইজিং। এতে ক্ষুব্ধ হয়েছে দেশটির লোকজন। এক পাকিস্তানি টেলিভিশন সাংবাদিকের ভাষায় 'চায়না নে চুনা লাগা দিয়া' (চীন চুনকালি মেখে দিলো)। চীনের আন্ডারগার্মেন্টে তৈরি এই মাস্ক 'উপহার' অস্বস্তিতে ফেলেছে পাকিস্তানকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্র হয়েছে ইমরান খানের সরকার। করোনার হানায় এমনিতেই নাস্তানাবুদ পাকিস্তান। সেখানে এখন পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন কমপক্ষে ৪০ জন। এর মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রের 'অন্তর্বাস মাস্ক' সরকারকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। করোনার উৎপত্তিস্থল চীন পরিস্থিতি সামাল দিয়ে ওঠায় তাদের কাছ থেকে এ ভাইরাস প্রতিরোধের সামগ্রীসহ সহায়তার আশা করেছিল পাকিস্তান। কিন্তু এমন দুর্দিনে বেইজিংয়ের আচরণ বেশ আহত করেছে ইসলামাবাদকে। স্বাস্থ্যকর্মীদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে কাপড়ের মাস্ক চেয়েছিল পাকিস্তান। বেইজিং আশ্বাস দিয়েছিল, উন্নত এন৯৫ মাস্ক দেয়ার। কিন্তু এর বদলে তারা দিয়েছে আন্ডারগার্মেন্টে তৈরি স্পঞ্জের মাস্ক। সংবাদসূত্র :ডন