জার্মানিতে ব্যবহৃত মাস্ক যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রায় দুই লাখ ব্যবহৃত মাস্ক পাঠানোর অভিযোগ এনেছে জার্মানি। মাস্কগুলো জার্মানির পুলিশের জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা হচ্ছিল। বার্লিনের স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, মাস্কগুলো সিঙ্গাপুরে আসার পর সেগুলো বাজেয়াপ্ত করে ফেরত পাঠানো হয়েছে। বার্লিনের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস গেইসেল বলেন, 'এফএফপি-টু' মাস্কটি পুলিশের জন্য আনা হচ্ছিল। কিন্তু পরে সেগুলো ফেরত পাঠানো হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে সব ধরনের মাস্কের রপ্তানি বন্ধ করা ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 'আমাদের নিজেদের ব্যবহারের জন্য মাস্ক চাই। আমাদের এগুলো দরকার।' সংবাদসূত্র :বিবিসি