শৃঙ্খলা মেনে লড়াই করার আহ্বান ব্রিটিশ রানির 'করোনায় ২০ হাজার মানুষ মারা যেতে পারে'

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ
শৃঙ্খলা মেনে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। জাতির উদ্দেশে দেওয়া এক বিরল ভাষণে এ আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার রাত ৮টায় টিভি চ্যানেল, রেডিও ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তার এ ভাষণ একযোগে প্রচার হয়েছে। তবে তার আগেই ভাষণের একটি সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়েছে। সংবাদসূত্র :বিবিসি প্রতিবেদনে বলা হয়, করোনভাইরাস মহামারির সময় লোকজনকে নিজ উদ্যোগে শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে বিদ্যমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন রানি। এই বিপর্যয়ের সময়ে ব্রিটিশরা যে দুঃখ, বেদনা ও আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছে, ভাষণে তা-ও স্বীকার করেন রানি। ধন্যবাদ জানান জাতীয় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের। সংকটকালে জীবন বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন তিনি। প্রত্যেকে ব্যক্তিগতভাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তা পালনের ওপর জোর দেন রানি এলিজাবেথ। তিনি বলেন, 'একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সময় আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আমাদের জাতীয় জীবনে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যা অনেকের দুঃখ নিয়ে এসেছে। অনেকের কাছে আর্থিক সংকট এবং আমাদের সবার দৈনন্দিন জীবনে একটি বিশাল পরিবর্তন নিয়ে এসেছে।' রানি বলেন, 'এই সংকটময় মুহূর্তে আমাদের নাগরিকরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমাদের প্রত্যাশা, পরিস্থিতি এক সময় স্বাভাবিক হবে। তখন সবাই এমন কঠিন পরিস্থিতি মোকাবিলা করে জয়ী হওয়ার জন্য গর্ব করবে। এ প্রজন্মের ব্রিটিশদের তখন অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হবে।' এদিকে, মহামারি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনাভাইরাসে যুক্তরাজ্যে সাত থেকে ২০ হাজার মানুষ মারা যেতে পারে। দেশটির শীর্ষস্থানীয় মহামারি বিশেষজ্ঞ নীল ফার্গুসন রোববার বলেন, দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে চার হাজারের বেশি মানুষ। ব্রিটিশ মহামারি বিশেষজ্ঞ ফার্গুসন বলেন, লকডাউনের কারণে করোনার বিস্তারের গতি কিছুটা ধীর হয়েছে; যা লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। তবে যুক্তরাজ্যে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে এই মহামারি।