করোনা মোকাবিলা সবচেয়ে কঠোর অবস্থানে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় লকডাউন চলছে এক সপ্তাহ ধরে। আর এর মধ্যেই সরকারের নানা পদক্ষেপ এবং তা কার্যকরের পদ্ধতিতে আশাবাদী হচ্ছেন অনেকে। তবে বিশ্বের অনেক দেশের তুলনায় দক্ষিণ আফ্রিকা অনেকটা নির্দয়ভাবে তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। সংবাদসূত্র : বিবিসি করোনা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ভয়ানক নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও বেসরকারি খাত থেকে সাহায্যের প্রবাহ নিশ্চিত করে পরিস্থিতি বিবেচনায় দ্রম্নত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রেসিডেন্টের পর স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজেও তার কর্মচাঞ্চল্য ও পরিস্থিতি বিবেচনায় যথাযথ পদক্ষেপ নেওয়ায় বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন। তবে লকডাউন বাস্তবায়নে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সাধারণ মানুষের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এবং সেনাবাহিনী লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে সাধারণ মানুষকে পেটানো, অসম্মানজনক আচরণ থেকে শুরু করে গুলিও করছে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা যে ধরনের লকডাউনের মধ্যে এক সপ্তাহ পার করেছে তা কোনো দেশেই দেখা যায়নি।