হাসপাতাল হিসেবে ব্যবহার হবে গির্জা

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় নিউইয়র্কের প্রধান গির্জা হাসপাতালে পরিণত করা হচ্ছে। গির্জার ডিন ক্লিফটন ড্যানিয়েল সোমবার বলেন, ম্যানহাটনে 'ক্যাথেড্রাল চার্চ অব সেইন্ট জন দ্য ডিভাইন' নামের গির্জার মধ্যে ৬০০ ফুট দীর্ঘ ৯টি মেডিকেল শিবির খোলা হচ্ছে। এসব হাসপাতাল শিবিরে কমপক্ষে ২০০ রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকবে। ড্যানিয়েল বলেন, 'এই শতাব্দীর শুরুর দিকে মহামারি পেস্নগ চলাকালে এভাবে বিভিন্ন গির্জা চিকিৎসার কাজে ব্যবহার করা হয়েছিল। সুতরাং আমাদের কাছে এটা নতুন কিছু নয়। এক্ষেত্রে গির্জাগুলোর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তবে এটি আমাদের কাছে একেবারে নতুন।' সংবাদসূত্র : নিউইয়র্ক টাইমস