করোনা : ভারতকে পিপিই দিল চীন

প্রকাশ | ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসের চিকিৎসায় ভারতকে এক লাখ ৭০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে চীন, এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে ভারতের প্রেস ইনফরমেশন বু্যরো। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর চিকিৎসায় স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা পোশাক হিসেবে ব্যবহৃত হয় পিপিই। চীনের পাশাপাশি সিঙ্গাপুরভিত্তিক কোম্পানির কাছে ৮০ লাখ পূর্ণাঙ্গ পিপিই চেয়েছে ভারত। ১১ এপ্রিলের মধ্যে চালানটি সরবরাহ করা হবে বলে জানা গেছে। এছাড়া আরেকটি চীনা কোম্পানিকে ৬০ লাখ পিপিই অর্ডার দেওয়ার আলোচনা চলছে। চিকিৎসা সরঞ্জামের জন্য ভারত কেবল বিদেশের ওপর ভরসা করে নেই। তারা দেশেই পিপিই ও এন৯৫ মাস্ক উৎপাদন করছে। সেগুলো দেশটির হাসপাতালগুলোতে পাঠানে হবে জানিয়েছে প্রেস ইনফরমেশন বু্যরো। বিশেষ করে যেসব রাজ্যে করোনার সংক্রমণ বেশি। সংবাদসূত্র : ইনডিয়া টাইমস