অবশেষে উহান থেকে 'লকডাউন' উঠল

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
দীর্ঘ ৭৬ দিন পর করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। অঞ্চলটি থেকে ফেরা একজনকে জড়িয়ে ধরছেন তার স্বজনরা। বুধবার বেইজিংয়ের বিমানবন্দর থেকে তোলা ছবি -সিনহুয়া অনলাইন
করোনাভাইরাসের মহামারি প্রথম যে শহর থেকে শুরু হয়েছিল চীনের সেই উহান লকডাউন মুক্ত হয়েছে। দুই মাস লকডাউনে থাকার পর বুধবার প্রথমবারের মতো লোকজনকে শহর ছাড়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ। সংবাদসূত্র : সিনহুয়া তবে চীনের ?মূল ভূখন্ডে আক্রান্তের সংখ্যা ফের কিছুটা বাড়ায় সংক্রমণের আরেকটি প্রবাহ শুরু হতে পারে আশঙ্কায় শুধু সুস্থ লোকজনকেই শহর ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। দেশটির অন্যান্য অংশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে জানুয়ারির শেষ দিকে এক কোটি ১০ লাখ বাসিন্দার শহরটি অবরুদ্ধ করে দেয় চীন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, উহানের ৫০ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং এতে আড়াই হাজারেরও বেশি লোকের মৃতু্য হয়। সম্প্রতি নতুন আক্রান্তের সংখ্যা উলেস্নখযোগ্য মাত্রায় কমে আসায় আরোপ করা কঠোর বিধিনিষেধ শিথিল করা শুরু হয়। হুবেই প্রদেশের এই রাজধানী শহরে গত ২১ দিনে নতুন নিশ্চিত সংক্রমণের মাত্র তিনটি ঘটনা ঘটেছে। উহানের তিয়ানহে বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি ভ্রমণকারী শহরটি ছেড়েছেন। তবে উহান থেকে রাজধানী বেইজিং ও বিদেশগামী ফ্লাইট চলাচল এখনো শুরু হয়নি। শিয়াংজিয়াং শহরে যাওয়ার উদ্দেশে উহানের হানকৌ রেলস্টেশনে সুটকেস নিয়ে দাঁড়িয়ে থাকা পরিযায়ী শ্রমিক লিউ শিয়াওমিন বলেন, 'বাড়িতে যাচ্ছি, আমি খুব খুশি।'