তহবিল স্থগিত হচ্ছে!

বিশ্বস্বাস্থ্য সংস্থা 'চীনঘেঁষা' অভিযোগ ট্রাম্পের

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডবিস্নউএইচও) কড়া সমালোচনা করে প্রতিষ্ঠানটি 'অনেক বেশি চীনঘেঁষা' বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বৈশ্বিক এ সংস্থাটি বাজে পরামর্শ দিয়েছে অভিযোগ করে তিনি তাদের জন্য বরাদ্দকৃত মার্কিন তহবিল স্থগিত হচ্ছে বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংবাদসূত্র : সিএনএন কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃতু্যর মধ্যেই দেশটির প্রেসিডেন্ট বিশ্বস্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বলেন, 'তারা সত্যিকার অর্থেই ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি অর্থ নেওয়া সত্ত্বেও সংস্থাটি অনেকখানি চীনঘেঁষা। এদিকে আমরা ভালোমতো নজর দিচ্ছি।' তিনি আরও বলেন, 'সৌভাগ্যক্রমে আমি চীন থেকে আগতদের জন্য সীমান্ত খোলা রাখতে তাদের আগে দেওয়া পরামর্শ প্রত্যাখ্যান করেছিলাম। কেন তারা আমাদেরকে এমন ত্রম্নটিপূর্ণ পরামর্শ দিয়েছিল?' চীনের বাইরে করোনাভাইরাস সংক্রমণ একটু একটু করে বাড়তে থাকার সময় গত ৩১ জানুয়ারি বিশ্বস্বাস্থ্য সংস্থা এক নির্দেশনায় সব দেশকেই নিজ নিজ সীমান্ত খোলা রাখার পরামর্শ দিয়েছিল। যদিও নাগরিকদের সুরক্ষায় প্রত্যেক দেশেরই যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার অধিকার আছে বলেও মন্তব্য করেছিল তারা। বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই নির্দেশনার দিনই ট্রাম্প প্রশাসন চীন থেকে আগতদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। মঙ্গলবার হোয়াইট হাউসের ব্রিফিংয়েও ট্রাম্প ওই একই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, 'তারা ভুল জানিয়েছে। তারা ঠিকভাবে ধরতে পারেনি ব্যাপারটা। আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার জন্য অর্থ ব্যয় স্থগিত রাখতে যাচ্ছি।' ট্রাম্পের এ অভিযোগ নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার কোনো মন্তব্য পাওয়া না গেলেও জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ যুক্তরাষ্ট্রের সমালোচনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে বলছি, এটা সুস্পষ্ট যে কোভিড-১৯ মোকাবিলায় ড. টেড্রোস গেব্রেইসুসের নেতৃত্বে বিশ্বস্বাস্থ্য সংস্থা অসাধারণ কাজ করছে। তারা বিভিন্ন দেশে লাখ লাখ সরঞ্জাম সরবরাহ করছে, দেশগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে, নির্দেশনা দিচ্ছে।