ভারতে এক দিনে রেকর্ড ৩৫ মৃতু্য

প্রকাশ | ০৯ এপ্রিল ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারিতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃতু্যর মধ্য দিয়ে ভারতে মোট ?মৃতের সংখ্যা ১৬০ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী, ভারতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যাও পাঁচ হাজারের কোঠা অতিক্রম করেছে। সংবাদসূত্র : এনডিটিভি এক দিনেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ও মৃতু্যর সংখ্যায় সবচেয়ে বড় উলস্নম্ফন ঘটেছে। করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৪ এপ্রিল দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন, যা আগামী ১৪ এপ্রিল শেষ হবে। কিন্তু ভাইরাস আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বেশ কয়েকটি রাজ্যের অনুরোধে সরকার লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর কথা বিবেচনা করছে। বিজেপি-শাসিত উত্তর প্রদেশসহ বেশ কয়েকটি রাজ্য লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে ইঙ্গিত দিয়েছে। তেলেঙ্গানা এক জরিপ সংস্থার উদ্ধৃতি দিয়ে লকডাউন ৩ জুন পর্যন্ত বাড়ানোর পক্ষে বলেছে। প্রদেশটির মুখ্যমন্ত্রী কে টি রামা রাও মঙ্গলবার জানিয়েছেন, ওই জরিপে রাজ্যটিতে করোনাভাইরাস সংক্রমণ ১ জুন সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে বলে আভাস দেওয়া হয়েছে। আসাম ও ছত্তিশগড়ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই চলাকালে তাদের রাজ্য সীমান্ত বন্ধ রাখতে চায় বলে জানিয়েছে।