সর্বনিম্ন মৃতু্য

এক মাস পর আশার আলো স্পেনে

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২০, ০০:০০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০, ১০:২২

যাযাদি ডেস্ক

গত এক মাস ধরে করোনার তান্ডবে নাজেহাল দশা ইউরোপের। তবে কয়েকদিন ধরে এই মহাদেশের বিভিন্ন দেশে করোনার প্রকোপের গতি ধীর হতে শুরু করেছে। করোনার তান্ডবে মৃতু্যপুরীতে পরিণত হওয়া স্পেনে গত এক মাসের মধ্যে সবচেয়ে কমসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে গত ২৪ ঘণ্টায়। সংবাদসূত্র : এএফপি আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটারের' তথ্যমতে, স্পেনের জন্য কিছুটা আশাব্যঞ্জক খবর; দেশটিতে গত একমাসের মধ্যে করোনাভাইরাস সম্পর্কিত মৃতু্য সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ৩৬৭ জন; আগের দিন এই সংখ্যা ছিল ৪৪০। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫২৪ জনে; যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। তবে মৃতের সংখ্যা কমলেও দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। ২৪ ঘণ্টায় ইউরোপের এই দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ছয় হাজার ৭৪০ জন। আর মোট আক্রান্ত দুই লাখ ১৯ হাজার ৭৬৪। শুক্রবার সংবাদ সম্মেলনে স্পেনের জরুরি স্বাস্থ্য সমন্বয়ক ফার্নান্দো সিমন বলেন, 'আমরা প্রত্যাশা করছি, প্রাণহানির এই নিম্নমুখী ধারা আগামী দিনে আরও কমে আসবে। তবে এই ধারা আমরা বিধি-নিষেধ কীভাবে মেনে চলছি সেটির ওপর নির্ভর করবে।' দেশটিতে লকডাউন শিথিল করার পর বেশ কিছু প্রতিষ্ঠান ও কল-কারখানা চালু করা হয়েছে। অর্থনীতির চাকা সচল করতে আগামী মাস থেকে লকডাউন আরও শিথিল করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গত বছরের ডিসেম্বরে চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে এক লাখ ৯২ হাজারের বেশি মানুষ। এছাড়া আক্রান্ত ২৭ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়ে উঠেছে সাত লাখ ৫৭ হাজার ৪২৭ জন। করোনায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে ৫০ হাজার ২৪৩ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাস। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ২৫ হাজার ৫৪৯ জন মারা গেছে ইতালিতে; আর তারপরই আছে স্পেন।