করোনা মোকাবিলা

ট্রাম্পের ভূমিকার কড়া সমালোচনা ওবামার

চরম বিশৃঙ্খলাপূর্ণ বিপর্যয় বলে অভিহিত সমালোচনা উড়িয়েছে হোয়াইট হাউস

প্রকাশ | ১১ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প যেভাবে সাড়া দিয়েছেন, তার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার রাতে এক ভিডিও কনফারেন্সে নির্বাচনী প্রচার ও প্রশাসনে কাজ করা সাবেক কর্মীদের জো বাইডেনের পক্ষে কাজ করতে উৎসাহিত করার সময় ওবামা এসব সমালোচনা করেন। সংবাদসূত্র :বিবিসি, সিএনএন সাবেক এ প্রেসিডেন্ট করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রশাসনের পদক্ষেপগুলোকে 'চরম বিশৃঙ্খলাপূর্ণ বিপর্যয়' বলে অভিহিত করেছেন। কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্র যেভাবে সাড়া দিচ্ছে, ট্রাম্প তার প্রশাসনকে যেভাবে চালাচ্ছেন, তাও অংশত দায়ী বলে মন্তব্য করেন ওবামা। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, "এমনটা হলে সরকারের সেরাটা দিয়েও ফল খারাপই হতো। যখন সরকার পরিচালনার দৃষ্টিভঙ্গি হয় 'আমার জন্য এতে কী আছে' আর 'অন্যরা চুলোয় যাক', তখন এ ধরনের চরম বিশৃঙ্খলাপূর্ণ বিপর্যয়ই দেখা যাবেই।'' এদিকে, করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ নিয়ে ওবামার করা সমালোচনাকে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। সেখানকার এক মুখপাত্র বলেন, 'করোনাভাইরাস মোকাবিলায় প্রেসিডেন্ট ট্রাম্পের অভূতপূর্ব পদক্ষেপসমূহ যুক্তরাষ্ট্রের অসংখ্য নাগরিকের জীবন বাঁচিয়েছে।' যদিও দেশটির করোনা পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটারের' তথ্যমতে, প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ১৩ লাখ ছাড়িয়ে গেছে, মৃতু্য ৭৯ হাজার। আক্রান্ত-মৃতু্যর এ সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। সংক্রমণ মোকাবিলায় দেশটির বেশিরভাগ অঙ্গরাজ্য লকডাউন দিলেও অর্থনীতি সচলে সম্প্রতি অনেক অঙ্গরাজ্যই বিধিনিষেধ শিথিল করেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রাদুর্ভাবের শুরুর দিকে ফেব্রম্নয়ারিতে ট্রাম্প নতুন এ করোনাভাইরাসকে 'বড় ধরনের ঝুঁকি' হিসেবে মেনে নিতে নারাজ ছিলেন। ভাইরাস দ্রম্নতই নিঃশেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। কিন্তু মার্চের মাঝামাঝি এসে কোভিড-১৯ এর বিপদের ভয়াবহতা স্বীকার করে নেন তিনি। এপ্রিলে আক্রান্তদের সারিয়ে তুলতে তাদের দেহে জীবাণুনাশক প্রয়োগেরও পরামর্শ দেন রিপাবলিকান এ প্রেসিডেন্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তার এ পরামর্শকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। গত সপ্তাহে ট্রাম্প হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্স ভেঙে দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন।