এইচআরডবিস্নউর বিবৃতি

সৌদি যুবরাজ ফয়সালকে গুম করা হয়েছে

প্রকাশ | ১১ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
যুবরাজ ফয়সাল বিন আবদুলস্নাহ
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা 'হিউম্যান রাইটস ওয়াচ' (এইচআরডাবিস্নউ) দাবি করেছে, প্রয়াত সৌদি বাদশাহ আবদুলস্নাহ বিন আবদুল আজিজের ছেলে যুবরাজ ফয়সালকে গুম করে নির্জন কারাবাসে রাখা হয়েছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, মার্চ মাসের শেষের দিকের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। সংবাদসূত্র : আল-জাজিরা সৌদি যুবরাজ ফয়সাল বিন আবদুলস্নাহ আল-সোউদ দেশটির মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রধান ছিলেন। তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি সূত্রের বরাত দিয়ে এইচআরডবিস্নউ শনিবার জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হয়ত জোর করে দেশটির সাবেক বাদশাহ আবদুলস্নাহর ছেলে ফয়সালকে গুম করে রেখেছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ যুবরাজ ফয়সালকে এক মাস ধরে আটকে রেখেছে এবং তখন থেকেই তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এইচআরডাবিস্নউর মধ্যপ্রাচ্য বিষয়ক উপপরিচালক মাইকেল পেইজ বলেন, 'চারদিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনি আচরণ বেড়েই চলেছে। এখন দেশটিতে শত শত ব্যক্তিকে বিনা কারণে আটকে রাখা ব্যক্তিদের নামের তালিকায় যুবরাজকে ফয়সালকেও আমাদের অন্তর্ভুক্ত করতে হচ্ছে।' ২০১৭ সালেও কথিত দুর্নীতিবিরোধী অভিযানের সময় রিয়াদের একটি বিলাসবহুল হোটেল থেকে ফয়সাল গ্রেপ্তার হন। পরে অবশ্য সৌদি রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক এই প্রধানকে ছেড়ে দেওয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদন নিয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গত মার্চে সৌদির 'ডি-ফ্যাক্টো' নেতা 'ক্রাউন প্রিন্স' সালমানের নির্দেশে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়। যুবরাজ সালমানের এই ধরপাকড় অভিযানের কিছুদিন আগে সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্য ও বাদশাহ সালমানের সবচেয়ে ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ এবং সাবেক ক্রাউন প্রিন্স ও দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকেও গ্রেপ্তার করা হয়।