ভারতে মৃতু্য দুই হাজার ছাড়িয়েছে

পরিযায়ী শ্রমিকরা ফিরতেই ওড়িশায় বাড়ল আক্রান্ত

প্রকাশ | ১১ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
ট্রেনে উঠছেন পরিযায়ী শ্রমিকরা
ভারতের ওড়িশায় করোনাভাইরাসের সংক্রমণ এত দিন পর্যন্ত তেমন ছড়ায়নি। কিন্তু পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতেই লাফিয়ে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টা আগেও এই রাজ্যে যেখানে করোনা আক্রান্ত ছিল ২৯৪ জন, রোববার এক লাফে তা বেড়ে হয়ে গেছে ৩৫২। গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ৫৮ জন আক্রান্ত হয়েছেন, তাদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক। সংবাদসূত্র : এবিপি নিউজ, পিটিআই ওড়িশা সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের গঞ্জাম জেলায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ২৯ জনের। তারা সবাই গুজরাটের সুরত থেকে ফিরেছেন। এই নিয়ে ওই জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১১৮। ওড়িশার এই সংখ্যাবৃদ্ধিতে যোগ হয়েছে পশ্চিমবঙ্গের নামও। পশ্চিমবঙ্গ-বিহার সীমানার বালেশ্বর জেলায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১৫ জন। তাদের মধ্যে ১০ জনই পশ্চিমবঙ্গ থেকে ফিরেছে। বাকি পাঁচজন ফিরেছে কর্ণাটক থেকে। বালেশ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২। এদিকে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই হাজার। রোববার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, সারা ভারতে এ পর্যন্ত মৃতু্য হয়েছে দুই হাজার ১০৯ জনের। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১২৮ জন। শুধু মহারাষ্ট্রেই মৃতু্য হয়েছে ৭৭৯ জনের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে সমান তালে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। সেই সংখ্যা মিলিয়ে এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্ত প্রায় ৬৩ হাজার। আক্রান্ত ও মৃতের সংখ্যায় সারা ভারতের প্রায় তিন ভাগের এক ভাগই মহারাষ্ট্রে। রোববার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২০ হাজার। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনা আক্রান্ত হয়েছে এক হাজার ১৬৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২২৮। মহারাষ্ট্রের পর মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সেখানে মৃতু্য হয়েছে ৪৭২ জনের। মধ্যপ্রদেশে ২১৫ জন মারা গেছে। পশ্চিমবঙ্গে ১৭১ এবং রাজস্থানে মৃতু্য হয়েছে ১০৬ জনের। তবে এই মৃতদের মধ্যে ৭০ শতাংশেরই মৃতু্য হয়েছে 'কো-মর্বিডিটি' বা করোনা উপসর্গে।