মালয়েশিয়ায় লকডাউন আরও চার সপ্তাহ

প্রকাশ | ১১ মে ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস মহামারিতে সংক্রমণ ও মৃতু্য ঠেকাতে লকডাউনের সময়সীমা আরও চার সপ্তাহ বাড়িয়ে ৯ জুন পর্যন্ত করেছে মালয়েশিয়ার সরকার। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতি সপ্তাহের শুরুতে শর্তসাপেক্ষে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় সরকার। দুই মাস দোকানপাট বন্ধ থাকার পর ধীরে ধীরে অর্থনৈতিক খাত আবার সচলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। চতুর্থ দফার বর্তমান লকডাউন ১২ মে শেষ হওয়ার কথা। তার দুই দিন আগে আরও প্রায় এক মাসের জন্য 'মুভমেন্ট কন্ট্রোল অর্ডার' (এমসিও) বা লকডাউন বাড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। এই সময় পর্যন্ত সবাইকে পরিচ্ছন্ন থাকতে এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার স্থানীয় সময় দুপুরে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ইয়াসিন। এ পর্যন্ত করোনায় মালয়েশিয়ায় আক্রান্ত ছয় হাজার ৫৮৯ জন এবং মৃতু্য ১০৮ জনের। সংবাদসূত্র :রয়টার্স