ইরানের নৌ-মহড়া নিজেদের জাহাজেই ক্ষেপণাস্ত্রের আঘাত নিহত ১৯

প্রকাশ | ১২ মে ২০২০, ০০:০০

ৎযাযাদি ডেস্ক
প্রশিক্ষণ চলাকালে ইরানি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র নিজেদের একটি জাহাজে আঘাত হেনেছে। এতে ১৯ নাবিক নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। রোববার ওমান উপসাগরের এ ঘটনা ঘটেছে। সংবাদসূত্র : বিবিসি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নৌবাহিনীর ফ্রিগেট 'জামারান' দিয়ে নতুন একটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। ওই ক্ষেপণাস্ত্র 'কোনারাক' নামের রসদ সরবরাহকারী ছোট একটি জাহাজে গিয়ে আঘাত হানে। রাজধানী তেহরান থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হরমুজ প্রণালির কাছে ওমান উপসাগরে প্রশিক্ষণ মহড়া চলাকালে ঘটনাটি ঘটে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের সশস্ত্র বাহিনী নিয়মিত প্রশিক্ষণ মহড়া পরিচালনা করে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, 'রোববার বিকালে বন্দর-ই-জাস্কের জলসীমায় একটি সামরিক প্রশিক্ষণ চলাকালে কোনারাক জাহাজে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একটি প্রশিক্ষণ লক্ষ্যবস্তুকে গন্তব্যে নিয়ে যাওয়া পর জাহাজটিতে আঘাত লাগে। জাহাজটি ওই লক্ষ্যবস্তুর সঙ্গে যথেষ্ট দূরত্ব তৈরি না করায় এমনটি ঘটেছে।'